Heatwave In Rajasthan: বালিতে পাপড় সেঁকছেন বিএসএফ জওয়ানরা, তীব্র দাবদাহে দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনাদের ভিডিও ভাইরাল (দেখুন ভিডিও)
গোটা দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই আই এম ডির তরফ থেকে দেশের বিভিন্ন কোণে রেড এলার্ট বা কমলা এলার্ট জারি করা হচ্ছে। সম্প্রতি উত্তর পশ্চিম ভারতের জন্য তীব্র থেকে তীব্রতর দাবদাহের আশঙ্কা করেছে হাওয়া অফিস। রাজস্থানের বিকানীরে সূর্যের আলো যেন জ্বালিয়ে দিচ্ছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ায় এই প্রচণ্ড গরমে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু এই প্রচণ্ড গরমেও ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে দেশরক্ষায় ব্যস্ত ও সতর্ক হয়ে রয়েছেন বিএসএফ জওয়ানরা। সুদূর প্রসারী মরুভূমিতে কল্পনা করুন সূর্যের প্রবল রশ্মি আপনার ত্বককে ঝলসে দিচ্ছে, এবং তপ্ত বালি প্রতি পদক্ষেপে আপনার পা পুড়িয়ে দিচ্ছে তবু দেশের সীমান্ত রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে এই গ্রীষ্মেও তারা দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন সৈনিককে মরুভূমির উত্তপ্ত বালিতে পাপড় সেঁকতে দেখা যাচ্ছে। এটি একটি সাধারণ কাজ বলে মনে হতে পারে, তবে এই ভাইরাল ভিডিও বুঝিয়ে দিচ্ছে এখন আবহাওয়ার কী অবস্থা ওই এলাকায়।ভিডিওতে সৈন্যরা বলছেন যে সূর্য এতটাই প্রবল যে বালিও পাপড় সেঁকানোর উপযোগী হয়ে উঠেছে। ভিডিওটি দেখুন, এবং সেই সব সৈনিকদের সাহসকে স্যালুট করুন যারা ।