Heatwave In Delhi: দিল্লির ৫২ ডিগ্রিতে পাখা, এয়ার কুলার ছাড়া বদ্ধ ঘরে বাস, ১০৭ ডিগ্রি জ্বরে মৃত্যু ব্যক্তির শ্রমিকের

বুধবার সকালে ওই ব্যক্তিকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের হিটস্ট্রোক বিভাগে ভর্তি করানো হয়। তারপরও জ্বর উত্তরোত্তর বাড়তে শুরু করলে, দুপুর ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয় বলে খবর মেলে।

Representational Image (Photo Credits: IANS)

দিল্লি, ৩০ মে: ৫২.৩ ডিগ্রিতে যখন দিল্লি (Delhi) ফুটছে, সেই সময় বিনা পাখা এবং এয়ার কুলারে থাকা এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দিল্লিতে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, বিহারের দ্বারভাঙার বাসিন্দা বছর ৪০-এর এক ব্যক্তি দিল্লিতে ছিলেন। দিল্লি যখন তীব্র তাপপ্রবাহে ফুটছে, সেই সময় ওই ব্যক্তি নিজের ঘরে কোনও পাখা বা এয়ার কুলার ছাড়াই ছিলেন। যার জেরে তিনি অসুস্থ হতে শুরু করেন। বিহারের ওই বাসিন্দার শরীর যখন জ্বরে পুড়ে যায়, তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান তাঁর ঘরের এক সঙ্গী এবং কারখানার অন্য সতীর্থরা। জানা যায়, ১০৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাঁর শরীরের তাপমাত্রা। যা স্বাভাবিকের তুলনায় ১০ ডিগ্রি বেশি।

আরও পড়ুন: Delhi Temperature: গরমে ফুটছে দিল্লি, ৫২.৩ ডিগ্রিতে পুড়ছে ভারতের রাজধানী শহর

বুধবার সকালে ওই ব্যক্তিকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের হিটস্ট্রোক বিভাগে ভর্তি করানো হয়। তারপরও জ্বর উত্তরোত্তর বাড়তে শুরু করলে, দুপুর ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয় বলে খবর মেলে।

গত কয়েকদিন ধরে দিল্লিতে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করে। বুধবার সেই তাপমাত্রা পৌঁছে যায় ৫২.৩ ডিগ্রিতে। যা এখনও পর্যন্ত সর্বকালের রেকর্ড বলেই জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।



@endif