Coronavirus Outbreak In India: সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ১০৭১, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট

সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ১০৭১ ছুঁয়ে ফেলল। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, মোট পজিটিভ রোগীর সংখ্যা ৯৪২। ৯৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে মোট ৩০ জন এই মারণ ভাইরাসে (Coronavirus cases) প্রাণ হারিয়েছেন। ১৫ লক্ষ ২৪ হাজার ২৬৬ জন যাত্রী ৩০ মার্চ সকাল ১০.৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে স্ক্রিনড হয়েছেন। ১০০০ আক্রান্তের মধ্যে ১০৬ জন নতুন নভেল করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। পশ্চিমবঙ্গে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার সকালে মহারাষ্ট্রে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ১২। আজকের হিসেব ধরে মহারাষ্ট্রে মোট আক্রান্ত ২১৫ জন। লকডাউন বাড়িয়ে দেওয়ার কোনও ইচ্ছে সরকারের নেই।

করোনাভাইরাস(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৩০ মার্চ: সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ১০৭১ ছুঁয়ে ফেলল। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, মোট পজিটিভ রোগীর সংখ্যা ৯৪২। ৯৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে মোট ৩০ জন এই মারণ ভাইরাসে (Coronavirus cases) প্রাণ হারিয়েছেন। ১৫ লক্ষ ২৪ হাজার ২৬৬ জন যাত্রী ৩০ মার্চ সকাল ১০.৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে স্ক্রিনড হয়েছেন। ১০০০ আক্রান্তের মধ্যে ১০৬ জন নতুন নভেল করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। পশ্চিমবঙ্গে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার সকালে মহারাষ্ট্রে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ১২। আজকের হিসেব ধরে মহারাষ্ট্রে মোট আক্রান্ত ২১৫ জন। লকডাউন বাড়িয়ে দেওয়ার কোনও ইচ্ছে সরকারের নেই।

করোনাভাইরাসের কামড়ে বিধ্বস্ত বিশ্ব। ভারতের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা গুজব রটেছে মারণ ভাইরাস রুখতে ২১ দিনের লকডাউন যথেষ্ট নয়। তাই সময়সীমা ফের বাড়বে। এই কথা মানতে নারাজ ক্যাবিনেট সেক্রেটারি (Cabinet Secretary)। তিনি বলেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা রটছে সবই ভিত্তিহীন। লকডাউনের সময়সীমা আর বাড়বে না। ২১ দিনের লকডাউনের অর্থ হল মারাত্মক করোনাভাইরাসের সংক্রমণ রুখে দেওয়া। একমাত্র সামাজিক দূরত্ব বাড়ালেই এই রোগকে দূরে রাখা যাবে। আরও পড়ুন-Coronavirus Outbreak In India: করোনাভাইরাসকে রুখতে বাড়তে পারে লকডাউন? এই তথ্যকে ভিত্তিহীন গুজব বললেন ক্যাবিনেট সচিব

এখনও পর্যন্ত গোটা দেশে এই ভাইরাস ৩০ জনের প্রাণ কেড়েছে। আক্রান্তের সংখ্যা হাজার জন অতিক্রম করেছে। এখন সংখ্যাটি ১০২৪। নভেল করোনাভাইরাসকে রুখতে লকডাউনে গোটা দেশ। গত ২০ মার্চ থেকে লকডাউন চলছে মুম্বইতে। এর জেরে মুম্বই ও নভিমুম্বইয়ের সোমরস প্রেমীদের অবস্থা বেশ সঙ্গীন। কেননা মদের দোকানেও তো পড়েছে তালা। এদিকে মদ না পেয়ে অনেকেই আবার বেশ চিন্তায় পড়েছেন। কেউ কেউ অনলাইনে মদ কেনার চেষ্টা করে সাইবার অপরাধীদের পাতা ফাঁদে এই কোরনার বাজারে একেবারে সর্বস্বান্ত হলেন বলা চলে। গত ২৪ মার্চ চেম্বুরের এক দম্পতি (Chembur Couple) অনলাইনে মদের অর্ডার দিয়েছিলেন। পরে বুঝতে পারলেন প্রতারিত হয়েছেন। তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাঁদের অ্যাকাউন্ট থেকে বেহাত হয়েছে ১.৩ লক্ষ টাকা।



@endif