COVID 19: করোনার চতুর্থ ঢেউ কি চোখ রাঙাচ্ছে ভারতে? সতর্কতা বিশেষজ্ঞদের

একটি সংবাদ সংস্থার সাক্ষাৎকারে চিকিৎসক রাকেশ মিশ্র বলেন, করোনা সংক্রমণ কমলেও, তা পুরোপুরি অবলুপ্ত হয়নি। তাই প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে সাবধান করেন ওই চিকিৎসক।

COVID 19 (Photo Credit: Latestly)

দিল্লি, ২৮ এপ্রিল:  দেশজুড়ে ফের নতুন করে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। গোটা দেশে  একটু একটু করে ফের থাবা বসাচ্ছে কোভিড (COVID 19)। চতুর্থ ঢেউ নিয়ে যখন জল্পনা চলছে, সেই সময় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ রুখতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে সাবধান করেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। প্রধানমন্ত্রী কোভিড বৈঠকের পর এবার দেশের মানুষকে সতর্ক করলেন বিশিষ্ট চিকিৎসক রাকেশ মিশ্র।

আরও পড়ুন:  Hindi: 'দক্ষিণী তারকাদের হিংসে করেন, অনিশ্চয়তার ভোগেন উত্তরের তারকারা', হিন্দি বিতর্কে কটাক্ষ রাম গোপালের

সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে চিকিৎসক রাকেশ মিশ্র বলেন, করোনা সংক্রমণ কমলেও, তা পুরোপুরি অবলুপ্ত হয়নি। তাই প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে সাবধান করেন ওই চিকিৎসক। সংক্রমণ কমেছে বলে তা পুরোপুরি চলে গিয়েছে ভাবলে হবে না বেল জানান রাকেশ মিশ্র। তিনি আরও  বলেন, করোনা থেকে রক্ষা পেতে জনবহুল জায়গায় মাস্ক পরতে হবে। ভিড় এড়িয়ে যেতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলে জাানন ওই চিকিৎসক। করোনাকে হালকাভাবে নিলে, তা একজনের থেকে বাকিদের শরীরে সংক্রমিত হবে। তাই প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসক।

প্রসঙ্গত বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত ৩ হাজার করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা যাচ্ছে।