Uttar Pradesh Shocker: যোগী রাজ্যে ড্রেন থেকে উদ্ধার যুবতীর মুন্ডহীন দেহ
যোগী আদিত্যনাথের রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের মিরাট জেলা উদ্ধার হল এক যুবতীর মাথাকাটা মৃতদেহ।
মিরাট, ১২ অগাস্ট: যোগী আদিত্যনাথের রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের মিরাট জেলা উদ্ধার হল এক যুবতীর মাথাকাটা মৃতদেহ। মিরাটের লক্ষ্মীপুরা এলাকার বড় রাস্তার পাশে এক ড্রেন থেকে উদ্ধার হল যুবতীর মুন্ডহীন দেহ। সেই যুবতীকে অন্য কোথাও খুন করে, প্রমাণ লোপাট করতে মাথাটা অন্যও কোথাও কেটে ড্রেনে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যুবতীয় পরিচয় এখনও জানা যায়নি।
এলাকার এক ব্যক্তি ড্রেনে সন্দেহজনক কিছু জিনিস ভাসতে দেখে, এবং তা দেখে দুর্গন্ধ আসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে যুবতীর মুন্ডহীন দেহ উদ্ধার করে। দেহ থেকে মহিলার পরিচয় শনাক্ত করতে পারেননি স্থানীয়রা। আরও পড়ুন-অনন্তনাগে পুলিশ, সিআরপিএফের উপর হামলা জঙ্গিদের, উত্তেজনা কাশ্মীরে
এলাকা বা অঞ্চলের কেউ কোনও যুবতীকে নিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছে কি না তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। গত মাসে মিরাটের ক্যান্টমেন্ট অঞ্চলের ড্রেন থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল।