Hathras Stampede: বেড়ে চলেছে মৃত্যু মিছিল! পরিস্থিতি খতিয়ে দেখতে হাথরসে যাচ্ছেন যোগী আদিত্যনাথ
গতকালই এই ঘটনার তদন্তের নির্দেশ দেন যোগী। উত্তরপ্রদেশ সরকার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, সাফ জানান তিনি।
নয়াদিল্লিঃ হাথরসে (Hathras) বেড়ে চলেছে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবারই, এই ঘটনায় তদন্তের হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর নির্দেশে আগরার অতিরিক্ত ডিজিপির (DGP) নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই কাজ শুরু কপ্রে দিয়েছে সে দল। এ বার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে লখনউ থেকে হাথরসের দিকে রওনা দিয়েছেন যোগী। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন তিনি, কথা বলবেন নিহতদের পরিবারের সঙ্গে, এমনটাই সূত্রের খবর। তাঁর সঙ্গে রয়েছেন বিজাপি নেতা (BJP Leader) চৌধুরী ভুপেন্দ্র সিং। প্রসঙ্গত, গতকালই এই ঘটনার তদন্তের নির্দেশ দেন যোগী। উত্তরপ্রদেশ সরকার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, সাফ জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন,"এই ঘটনার তদন্ত হবে। সরকার ষড়যন্ত্রকারী ও দায়ীদের উপযুক্ত শাস্তি দেবে। আমরা এর গভীরে গিয়ে দেখব এটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।" এই মর্মান্তিক ঘটনা নয়ে রাজনীতি না করার অনুরোধও জানান তিনি। যোগীর কথায়, "ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়ও। এই ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। সময় এখন ক্ষতগ্রস্তদের পাশে দাঁড়ানোর।"