Hathras Stampede: হাথরস-কাণ্ডে গ্রেফতার ভোলে বাবার 'মুখ্য সেবাদারের' ১৪ দিনের হেফাজত, রাজনৈতিক দলের সঙ্গে যোগের ইঙ্গিত

ঘটনার পর থেকে বেপাত্তা হওয়া 'মুখ্য সেবাদার' দেবপ্রকাশ মধুকর শেষমেষ পুলিশের জালে। শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। গ্রেফতারের পর শনিবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Hathras Stampede (Photo Credits: X)

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট (Hathras Stampede) হয়ে ১২১ জন ভক্ত বলি হয়েছেন। মৃতদের মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যাই বেশি। সভার আয়োজনে গাফিলতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিল ভোলে বাবার ছয় সেবাদার বা স্বেচ্ছাসেবক। যারা স্বঘোষিত ধর্মগুরুর সভা-সমিতিতে ভিড় সামলানোর দায়িত্ব নিতেন স্বেচ্ছায়। তবে ঘটনার পর থেকে বেপাত্তা হওয়া 'মুখ্য সেবাদার' দেবপ্রকাশ মধুকর শেষমেষ পুলিশের জালে। শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। অভিযুক্তের সন্ধানে রাজ্য পুলিশের তরফে এক লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল। হাথরসে আয়োজিত সৎসঙ্গের মূল দায়িত্ব ছিল দেবপ্রকাশের উপরেই। তিনি স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার মুখ্য সেবাদার এবং বাবার ঘনিষ্ঠও। গ্রেফতারের পর শনিবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

হাথরসের (Hathras Stampede) ঘটনায় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার 'মুখ্য সেবাদার' দেবপ্রকাশ মধুকরের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশ সুপার নিপুন আগরওয়াল জানাচ্ছেন, তদন্তে জানা গিয়েছে কয়েকটি বড় রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল মধুকরে। মূলত ভোলে বাবার সংস্থার দ্বারা আয়জতি সৎসঙ্গ কিংবা অন্যকোন অনুষ্ঠানের জন্যে তহবিল সংগ্রহ করাই ছিল তার প্রধান কাজ। অভিযুক্তের ব্যাঙ্কের আর্থিক লেনদেন সহ কল ডিটেলস খতিয়ে দেখছে ইউপি পুলিশ। এদিনে হাথরসে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় প্রথম ভোলে বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।



@endif