Hassan Sex Assault Case: যৌন নিপীড়ন এবং ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নাকে তদন্তের জন্য তার বাসভবনে নিয়ে আসল সিট

বর্তমানে প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন হয়রানি এবং একাধিকবার ধর্ষণ সহ তিনটি মামলা রয়েছে। হাসানের হোলেনরাসিপুরা টাউন থানায় ২৮ এপ্রিল দায়ের করা প্রথম মামলায় প্রজওয়ালের বিরুদ্ধে ও তার বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে যৌন হয়রানি ও অপহরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

SIT on Prajwal Revanna Residence Photo Credit: Twitter@ANI

যৌন হয়রানির মামলায় গত ১০ জুন প্রজ্জ্বল রেভান্নাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। তারই মাঝে নিজের বাড়িতে তদন্তের জন্য আনা হল তাঁকে। সিট এর তরফে যৌন নিপীড়ন এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জেডি(এস) নেতা প্রজ্জ্বল রেভান্নাকে তদন্তের জন্য তার বাসভবনে নিয়ে আসা হয়েছে।

বর্তমানে প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন হয়রানি এবং একাধিকবার  ধর্ষণ সহ তিনটি মামলা রয়েছে। হাসানের হোলেনরাসিপুরা টাউন থানায় ২৮ এপ্রিল দায়ের করা প্রথম মামলায় প্রজওয়ালের বিরুদ্ধে ও  তার বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে যৌন হয়রানি ও অপহরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।  এরপর হাসানের জেলা পঞ্চায়েতের ৪৪ বছর বয়সী প্রাক্তন সদস্যের অভিযোগের ভিত্তিতে ১ মে সিআইডি দ্বিতীয় মামলাটি দায়ের করে। তৃতীয় মামলাটি করা হয় ৮ মে। এরপর শেষ দফা ভোটের আগে জার্মানির মিউনিখ থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই সিট তাঁকে গেফতার করে।

 



@endif