Sonia Gandhi: 'মেয়ে খুঁজে দিন', ভিডিয়োতে দেখুন রাহুলের বিয়ে নিয়ে হরিয়ানার মহিলা কৃষকদের কী বললেন সোনিয়া গান্ধী!
কিছুদিন আগে পাটনায় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকে সবার সামনেই রাহুল গান্ধীর বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এবার কংগ্রেস নেতা রাহুলের আমন্ত্রণে সাড়া দিয়ে ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে এসে সেই প্রশ্নই করলেন হরিয়ানার সোনিপথ জেলার একটি গ্রামের একজন মহিলা কৃষক।
নয়াদিল্লি: কিছুদিন আগে পাটনায় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকে সবার সামনেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এবার কংগ্রেস নেতা রাহুলের আমন্ত্রণে সাড়া দিয়ে ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দেখা করতে এসে সেই প্রশ্নই করলেন হরিয়ানার সোনিপথ জেলার একটি গ্রামের একজন মহিলা কৃষক। বললেন, এবার রাহুলের বিয়ে (Marriage) দেওয়া হোক। এই কথার উত্তর দিতে ওই মহিলাকেই রাহুল গান্ধীর জন্য মেয়ে খুঁজে দিতে বললেন সোনিয়া গান্ধী।
দেখুন ভিডিয়ো:
১০ নম্বর জনপথের বাড়িতে মা সোনিয়া গান্ধী ও দিদি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে হরিয়ানার মহিলা কৃষকদের (Haryana's Women Farmers) এই আলোচনার সময় উপস্থিত ছিলেন রাহুলও। শনিবার এই আলাপচারিতার ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন রাহুল। সেখানে একটি টেবিলের চারপাশে সোনিপথের মহিলা কৃষক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে খোশগল্প করতে দেখা যাচ্ছে সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুলকে। সেই সময়ই একজন মহিলা কৃষক রাহুল গান্ধীর বিয়ের প্রসঙ্গ উত্থাপন করেন। তার উত্তরেই রাহুলের জন্য মেয়ে খুঁজে দেওয়ার কথা বলেন সোনিয়া। অন্যদিকে প্রিয়াঙ্কা রাহুলের বিষয়ে ইয়ার্কি মেরে বলেন, দেখে যাই মনে হোক না কেন ও কিন্তু আমার থেকেও দুষ্টু।
কিছুদিন আগে হরিয়ানার সোনিপথের একটি গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে মাঠে নেমে চাষের কাজ করতে দেখা গেছিল রাহুলকে। সেখানে কৃষকদের সঙ্গে খাওয়া-দাওয়াও সারেন তিনি। তখনই ওখানে উপস্থিত কিছু মহিলা কৃষক জানান, দিল্লির এত কাছে থেকেও তাঁরা কোনওদিন দেশের রাজধানী দেখেননি। এরপরই রাহুল তাঁদের নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান ও দিল্লি ঘুরিয়ে দেখানোর প্রতিশ্রুতি দেন। আরও পড়ুন: Pending Cases: দেশের জেলা আদালতগুলিতে বিচারাধীন প্রায় সাড়ে ৪ কোটি মামলা, বাংলায় আটকে ঝুলে ২৯ লক্ষাধিক