Haryana: 'আসে কি না পরীক্ষা করছিলাম', রাত ১২টায় পুলিশের জরুরি নম্বরে ফোন মদ্যপ ব্যক্তির!

মদ্যপ (Drunk) অবস্থায় পুলিশের (Police) জরুরি নম্বর ১১২ নম্বরে ফোন করলেন এক ব্যক্তি। ফোন পেয়ে হাজির পুলিশও। ফোন করার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি যা উত্তর দিয়েছেন তা শুনে চোখ কপালে উঠেছে পুলিশেরও। মদ্যপ ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন যে পুলিশ আসে কি না, তা পরীক্ষা করার জন্যই তিনি ফোন করেছিলেন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) পঞ্চকুলায় (Panchkula)। মদ্যপ ওই ব্যক্তির ভিডিওটি ব্যাপকভাবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সেটি ভাইরাল।

Drunk man dials police (Photo: Twitter)

পঞ্চকুলা, ১৩ ফেব্রুয়ারি: মদ্যপ (Drunk) অবস্থায় পুলিশের (Police) জরুরি নম্বর ১১২ নম্বরে ফোন করলেন এক ব্যক্তি। ফোন পেয়ে হাজির পুলিশও। ফোন করার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি যা উত্তর দিয়েছেন তা শুনে চোখ কপালে উঠেছে পুলিশেরও। মদ্যপ ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন যে পুলিশ আসে কি না, তা পরীক্ষা করার জন্যই তিনি ফোন করেছিলেন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) পঞ্চকুলায় (Panchkula)। মদ্যপ ওই ব্যক্তির ভিডিওটি ব্যাপকভাবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সেটি ভাইরাল।

পুলিশ জানিয়েছে, বছর বিয়াল্লিশের নরেশ কুমার শুক্রবার রাত ১২টা নাগাদ পুলিশে জরুরি ১১২ নম্বরে ফোন করে সহায়তার জন্য অনুরোধ করেন। পুলিশ যখন রায়পুর রানীর কাছাকাছি ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে ফোন করার কারণ জানতে চায়, তখন তিনি উল্লেখ করেন যে তিনি মরনি থেকে বাড়ি ফেরার রাতের বাসটি তিনি ধরতে পারেননি। তাই তিনি বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিলেন। এরপরই তিনি জানান যে বিয়ার খাওয়ার পরে তাঁর নেশা হয়ে গিয়েছিল, তাই এত রাতে পুলিশ আসবে কি না তা পরীক্ষা করার জন্য ১১২ নম্বরে ডায়াল করেছিলেন।

দেখুন ভিডিও: 

পুলিশ জানিয়েছে, ফোন পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই তারা ওই লোকটির কাছে পৌঁছে যায়। তাঁকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোনও সমস্যায় পড়েছেন কি না। যদিও তিনি কিছুই বলতে চাননি।