Haryana: ৪০ দিনের জন্য প্যারোলে ধর্মগুরু গুরমিত রাম রহিম, তরোয়াল দিয়ে কেক কেটে করলেন উদযাপন (দেখুন ছবি)

গত জুনে তিনি মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি আবারও প্যারোলে মুক্তি পান গত অক্টোবরে। প্রসঙ্গত, সে সময় ছিল হরিয়ানার পঞ্চায়েত নির্বাচন এবং আদমপুর বিধানসভার উপনির্বাচন।

Ram Rahim cutting cake with sword Photo Credit: Twitter@ANI

ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন ধর্মগুরু গুরমিত রাম রহিম (Gurmeet Ram Rahim)। কিন্তু বারে বারেই তিনি প্যারোলে মুক্তি পাচ্ছেন এবং জেলের বাইরে আসছেন। আর তাই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত জুনে তিনি মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি আবারও প্যারোলে মুক্তি পান গত অক্টোবরে। প্রসঙ্গত, সে সময় ছিল হরিয়ানার পঞ্চায়েত নির্বাচন এবং আদমপুর বিধানসভার উপনির্বাচন। যথারীতি সেই সময় ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের জেলের বাইরে থাকা নিয়ে ব্যাপক সরব হয়েছিল বিরোধী দলগুলি।এবার আরও একবার ৪০ দিনের জন্য প্যারোলে (40-day parole)মুক্তি পেলেন রাম রহিম। মুক্তি পেতেই নিজের ফর্মে ধরা দিলেন তিনি। নিজের ডেরায় তরোয়াল দিয়ে কেক কেটে আবারো বিতর্কের মুখে পড়লেন ধর্মগুরু রাম রহিম (Ram Rahim)।

দেখুন সেই ছবি-

প্রসঙ্গত, দু’টি ধর্ষণের ঘটনার অপরাধে কারাবাসের সাজা পেয়েছেন গুরমিত রাম রহিম। এছাড়াও তাঁর ম্যানেজারকে খুনের দায়েও সাজা পেয়েছেন তিনি। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।