Haryana : হরিয়ানার নুহতে সংঘর্ষে মৃত ৩, জারি ১৪৪ ধারা
২ অগাস্ট পর্যন্ত ইন্টারনেট সাসপেন্ড করার কথা জানানো হয়েছে, জারি করা হয়েছে ১৪৪ ধারা
হরিয়ানার নুহতে শোভাযাত্রা বের করার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ গেল জনের। যার মধ্যে ২ জন পুলিশ কনস্টেবল।এছাড়া আহত হয়েছেন ১০ পুলিশ। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা চলা কালীন গন্ডগোল বাধে। যার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে হরিয়ানায় নুহ জেলায়। পাথর বৃষ্টি এবং গুলির কারনে বেশির ভাগ আহত হয়েছেন বলে জানা গেছে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খাট্টারের তরফে সকলকে শান্তি বজায় রাখার আহব্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে ২০ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েনের কথা বলা হয়েছে। এছাড়া ২ অগাস্ট পর্যন্ত ইন্টারনেট সাসপেন্ড করার কথা জানানো হয়েছে।
অশান্তি রুখতে জেলা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।পুলিশের পক্ষ থেকে শান্তি বজায় রাখা আবেদন জানানো হয়েছে। শোভাযাত্রা বের করে সংঘর্ষের ঘটনা এই প্রথম নয়। সংঘ্ষের জেরে ভাঙচুর চালানো হয় গাড়়িতে। আগুনও ধরিয়ে দেওয়া হয়। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।