Haryana: ৭ মাস ধরে আবাসিক ডাক্তারের শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার ছাত্রী, ভাইরাল ভিডিয়ো

নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতে তাকে বহিষ্কার করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।

ডাক্তারের শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার ছাত্রী (ছবিঃX)

নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R G Kar Case) প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ তখন সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল (Viral)একটি ভিডিয়ো(Video)। এই ভিডিয়োর মাধ্যমে এক পড়ুয়া আবাসিক ডাক্তারের(Resident Doctor) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন রোহতক(Rohtak) পিজিআই-এর প্রথম বর্ষের ছাত্রী। 'ডিআরডুম০৩০৩' নামক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করা হয়। যাতে দেখা যায় আহত এক তরুণী অঝরে কেঁদে চলেছেন এবং তাঁর সঙ্গে হওয়া অত্যাচারের কথা জানাচ্ছেন। তিনি জানান ডঃ মনিন্দর কৌশিক তাঁকে বিগত ৭ মাস ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন করছেন। তাঁকে নানাভাবে জোরজবরদস্তি করা হয়েছে। নির্মম অত্যাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ এনেছেন নির্যাতিতা। অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতে তাকে বহিষ্কার করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ইএ ভিডিয়োটি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নেটিজেনরা। সেই সঙ্গে নির্যাতিতার পাশে এসে দাঁড়িয়েছেন বহু চিকিৎসক। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।