Hariyana: মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাঙা হয়েছে অবৈধ নির্মাণ, জানালেন নুহের এসডিএম
২.৫ একর জুড়ে ছড়িয়ে থাকা বস্তি অঞ্চলকে বুলডোজারের সাহায্যে গুড়িয়ে দেওয়া হয়
মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাঙা হয়েছে হরিয়ানার নুহের অবৈধ নির্মাণ, নুহে এসকেএম মেডিকেল কলেজের কাছে ২,৫ একর জমিতে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে এমনটাই জানালেন এসডিএম অশ্বিনী কুমার। তিনি জানা গিয়েছে, "মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নির্দেশনায় এই বিষয়টি করা হয়েছে। অবৈধ নির্মাণটি ২.৫ একর জমিতে ছড়িয়ে ছিল।সম্পূর্ণটাই অবৈধ।এটা দেখা গেছে যে এর মধ্যে বেশ কিছুজন মানুষ জড়িত ছিলেন এই হিংসার কাণ্ডে।"
প্রসঙ্গত নুহের হিংসা কাণ্ডের পর আশেপাশে থাকা বস্তিঅঞ্চল গুলিতে অভিযান চালানো হয়। উত্তরপ্রদেশের স্টাইলে সেখানে থাকা অঞ্চলগুলিতে চালানো হয় বুলডোজার। এর ফলে গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ। এই ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে অনেকেই এই বস্তি অঞ্চল থেকে ছিলেন বলে জানিয়েছেন নুহের এসডিএম অশ্বিনী কুমার।
হরিয়ানার নুহে হিংসার ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে ইন্টারনেট ব্যবস্থা।