Next Vice President: ধনখড়ের ইস্তফার পর তাঁর জায়গায় আসছেন দেশের এক জনপ্রিয় সাংবাদিক, জানুন তাঁর পরিচয়

জগদীপ ধনখড়ের ইস্তফার পর দেশের রাজনৈতিক মহলে ঝড় বয়ে যাচ্ছে। ধনখড় কেন আচমকা সরে দাঁড়ালেন, পাশাপাশি তাঁর জায়গায় কে বসবেন তা নিয়েও বিস্তর জল্পনা চলছে।

President Murmu (Photo Credit: Xairnews_kolkata)

Next Vice President: জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ইস্তফার পর দেশের রাজনৈতিক মহলে ঝড় বয়ে যাচ্ছে। ধনখড় কেন আচমকা সরে দাঁড়ালেন, পাশাপাশি তাঁর জায়গায় কে বসবেন তা নিয়েও বিস্তর জল্পনা চলছে। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকটি নাম ভাসছে। তাদের মধ্যে আছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং (Harivansh Narayan Singh)। সংবিধান অনুযায়ী, দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু উপরাষ্ট্রপতি বা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে বা পদ খালি থাকলে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার (Deputy Chairman of the Rajya Sabha) বৈঠকে সভাপতিত্ব করেন। তাই জগদীপ ধনখড়ের পদত্যাগের পর রাজ্যসভায় তাঁর দায়িত্ব পালন করতে চলেছেন হরিবংশ সিং। তিনি একটা সময় দেশের জনপ্রিয় সাংবাদিক ছিলেন। বিহারের লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারি তিনি সংবাদমাধ্যমে তুলে ধরেছিলেন।

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন হরিবংশ সিং

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জোর জল্পনা, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিহারের রাজ্যসভার সাংসদ রাঁচির বাসিন্দা হরিবংশ সিংকেই প্রার্থী করবে এনডিএ। সেক্ষেত্রে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হবেন হরিবংশ নারায়ণ সিং। আরও পড়ুন-ইস্তফার পিছনে কি বড় রহস্য! উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের সরে দাঁড়ানোর পর যেসব প্রশ্ন উঠছে

দেখুন ছবিতে

কে এই হরিবংশ নারায়ণ সিং

১) ৬৯ বছরের রাজ্যসভার সাংসদ হরিবংশ নারায়ণ সিং হলেন বিহারের নাগরিক। এখন থাকেন রাঁচিতে। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক, অর্থনীতির স্নাতকোত্তর ডিগ্রি আছে। ২০১৪ সাল থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করছেন। ২০১৮ সাল থেকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জগদীপ ধনখড়ের আগে ভেঙ্কাইয়া নাইডুর ডেপুটি হিসাবে কাজ করেন হরিবংশ।

২) হরিবংশ একটা সময় দেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'টাইমস অফ ইন্ডিয়া'-য় কাজ করতেন। এরপর দেশের অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করেন।

৩) তদন্তমূলক সাংবাদিক হিসেব বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি সামনে আনার বিষয়ে বড় ভূমিকা নিয়েছিলেন হরিবংশ নায়ারণ সিং।

৪) নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর, হরিবংশকে বিহার থেকে রাজ্যসভায় পাঠায় নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। এরপর ২০১৮ সালের অগাস্টে রাজ্য়সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে এনডিএ প্রার্থী হয়ে দাঁড়িয়ে ১২৫-১০৫ জেতেন। সংসদের উচ্চকক্ষে ১২তম ডেপুটি চেয়ারম্য়ান হন। ২০২০ সালে দ্বিতীয় মেয়াদে তাঁকে ফের রাজ্যসভায় পাঠায় জেডি(ইউ)। এবং রাজ্য়সভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে তাঁর মেয়াদও বাড়ে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement