Happy New Year 2020 Wishes: শুভ নববর্ষ ২০২০-তে দেশবাসীর জীবন 'সুখ ও সমৃদ্ধিতে' ভরে উঠুক বার্তা নরেন্দ্র মোদির; শুভেচ্ছা জানালেন রাজ্যপাল রামনাথ কোবিন্দও
আজ শুভ নববর্ষ ২০২০ (Happy New Year 2020)। সারা পৃথিবী মধ্যরাতে নতুন বছরকে আগমন জানিয়ে শুরু করেছে এক নতুন সকাল। ফোন, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ছেয়ে গেছে নতুন বছরের শুভেচ্ছা বার্তায়। তবে সকলের গলায় খুশির সুর নেই, ভারতের অনেক নাগরিকই নতুন বছরে শুভেচ্ছার পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। সিএএ, এনআরসির মত ঘটনা নিয়ে বাদানুবাদের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই রাজনৈতিক নেতানেত্রী থেকে সাধারণ জনগণ সকলেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন।
নতুন দিল্লি, ১ জানুয়ারি: আজ শুভ নববর্ষ ২০২০ (Happy New Year 2020)। সারা পৃথিবী মধ্যরাতে নতুন বছরকে আগমন জানিয়ে শুরু করেছে এক নতুন সকাল। ফোন, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ছেয়ে গেছে নতুন বছরের শুভেচ্ছা বার্তায় (Wishes)। তবে সকলের গলায় খুশির সুর নেই, ভারতের অনেক নাগরিকই নতুন বছরে শুভেচ্ছার পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। সিএএ, এনআরসির মত ঘটনা নিয়ে বাদানুবাদের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই রাজনৈতিক নেতানেত্রী থেকে সাধারণ জনগণ সকলেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন।
আজ সকালে নতুন বছরকে স্বাগত জানিয়ে টুইট (Tweet) করে নরেন্দ্র মোদি (PM Narendra Modi) লেখেন,"২০২০ সকলের খুব ভালো কাটুক। আশা করি সকলের এই বছরটা সুখ ও সমৃদ্ধিতে ভোরে উঠবে। আগামী দিনে সকলে সুস্থ থাকুন এবং সকলে আশা আকাঙ্খা পূরণ হোক।" উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu), রাহুল গান্ধী সকলেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ভেঙ্কাইয়া নাইডু আজ টুইট করে লেখেন,"নববর্ষের শুভদিনে দেশের সকল নাগরিককে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।" রাহুল গান্ধী (Rahul Gandhi) আজ টুইট করে লেখেন,"সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। সকলের বছরটা খুব ভালো কাটুক। ২০২০-কে স্বাগত।" রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) আজ টুইটে লেখেন,"আজ শুভ নববর্ষের শুভ দিনে এদেশের সকল নাগরিকসহ বিশ্ববাসীকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।"
আজ বিশ্বব্যপি উদযাপনের পালা। নতুন বছরকে স্বাগত জানাতে রেস্তোরাঁ থেকে শপিং মলে ভিড় উপচে পড়ে। ছুটির আমেজকে উপভোগ করতে পর্যটকরা ঘুরতে বেরিয়ে পড়ে। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সকলকে শুভেচ্ছাবার্তা জানায়। নতুন বছরকে সুগত জানিয়ে দেশ বিদেশের প্রতিটা কোণা উদযাপনে মেতে রয়েছে।