Hanuman Jayanti: জাহাঙ্গীরপুরীতে নির্দিষ্ট এলাকার মধ্যে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা পালনের অনুমতি পুলিশের
আইন শৃঙ্খলাকে মাথায় রেখে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে শোভাযাত্রা।
হনুমান জয়ন্তী উপলক্ষ্যে হিংসাত্বক ঘটনা রুখতে আগে থেকে তৎপর পুলিশ। দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মিছিল করার আবেদন জানিয়েছিল ভিএইচপি এবং অন্যন্য সংগঠন খারিজ করেছিল দিল্লি পুলিশ।
তবে সেই আবদনে কিছুটা সংশোধন করে শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে পুলিশ। জাহাঙ্গীরপুরীর নির্দিষ্ট এলাকার মধ্যে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলাকে মাথায় রেখে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে শোভাযাত্রা। আয়োজকদের সঙ্গে কথা বলে শোভাযাত্রা যেন আইন মেনে করা হয় তার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে।
গত বছর ১৬ এপ্রিল হনুমান জয়ন্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলার জেরে হিংসাত্বক ঘটনা ছড়িয়ে পড়ে।
যদিও সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং বিহারে সাম্প্রদায়িক অশান্তির কারনে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে আইন শৃঙ্খলা মেনে চলার নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশিকা সমস্ত রাজ্যের প্রধান সচিবালয় এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে পাঠানো হয়েছে।