Hajj: হজ নিয়ে সিদ্ধান্ত নেবে সৌদি আরব সরকার, জানালেন মুক্তার আব্বাস নাকভি
দিল্লি, ৫ জুন: সৌদি আরব সরকারের উপর নির্ভর করছে, এ বছর হজ হবে কি হবে না। সৌদি আরব সরকার যে সিদ্ধান্ত নেবে হজ যাত্রা নিয়ে, নরেন্দ্র মোদী সরকারের সে বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে আগেই জানানো হয়েছে। চলতি বছরের হজযাত্রা নিয়ে শনিবার এমনই জানান কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি ( Mukhtar Abbas Naqvi)।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত বছরও হজযাত্রা বাতিল করা হয়। এ বছর কী হবে,তা এখনও পর্যন্ত স্থির হয়নি।
প্রসঙ্গত গত বছর থেকে করোনা থাবা বসাতে শুরু করেছে গোটা দেশ জুড়ে। এ বছর দাপিয়ে বেড়াচ্ছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। যার জেরে সন্ত্রস্ত প্রায় গোটা বিশ্ব। করোনার জেরে যেমন গত বছর হজযাত্রা বাতিল করা হয়, এবারও সেই একই রাস্তায় হাঁটবে সৌদি আরব সরকার (Saudi Arabia), সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।