Guwahati: বাবার স্কুটার থেকে ছিটকে নালায় পড়ে নিখোঁজ কিশোর, ৩ দিন পর ড্রেন থেকে মিলল তার নিথর দেহ

হাতে লোহার রড নিয়ে উদভ্রান্তের মতো একের পর এক ড্রেনে আবর্জনা খুঁচিয়ে যাচ্ছিলেন অসহায় বাবা। বৃষ্টি মাথায় রাত-দিন এক করে সন্তানকে খুঁজে গিয়েছেন হীরালাল।

৩ দিন পর ড্রেন থেকে মিলল অবিনাশের নিথর দেহ (ছবি:PTI)

গুয়াহাটিঃ অসমে (Assam) ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা (Flood) পরিস্থিতি। জলমগ্ন (Waterlogged) বিস্তীর্ণ এলাকা। আর এ বার বন্যার জলে উপচে পড়া হাই (Drain) পড়ে মৃত্যু হল আট বছরের অবিনাশ সরকারের (Abinash Sarkar)। গত বৃহস্পতিবার, ছেলে অবিনাশকে নিয়ে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন হীরালাল সরকার। জলমগ্ন রাস্তায় স্কুটির (Scooty) চাকা গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। পাশেই ছিল খোলা হাইড্রেন। বাবার স্কুটার থেকে ছিটকে ওই ড্রেনের ভিতরে পড়ে যায় অবিনাশ। ছেলেকে ডুবে যেতে দেখে সোজা জলে ঝাঁপ দেন হীরালালবাবু। কিন্তু চোখে নিমেষে জলের স্রোতে ভেসে যায় অবিনাশ। সেই দিন থেকেই দিশাহারা হয়ে ছেলের খোঁজ করছিলেন তিনি। হাতে লোহার রড নিয়ে উদভ্রান্তের মতো একের পর এক ড্রেনে আবর্জনা খুঁচিয়ে যাচ্ছিলেন অসহায় বাবা।  বৃষ্টি মাথায় রাত-দিন এক করে সন্তানকে খুঁজে গিয়েছেন হীরালাল। দুর্ঘটনার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় রাজ্য সরকারের বিশেষ বাহিনী। স্নিফার ডগ থেকে শুরু করে সুপার সাকার, এক্সক্য়াভাটর ব্যবহার করা হয়। অবিনাশের পরিবারের সঙ্গে দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জোরকদমে তল্লাশি অভিযান চালানোর নির্দেশও দিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও কাজ হল না। আজ, রবিবার সকালে গুয়াহাটির মূল শহর থেকে ৪ কিলোমিটার দূরে রাজগড় এলাকার একটি নর্দমা থেকে উদ্ধার হল অবিনাশের নিথর দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দেহ শনাক্ত করার পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। শোকে পাথর হয়ে গিয়েছেন হীরালাল। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ছোট্ট অবিনাশের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।