গুজরাট: 'স্ট্যাচু অফ ইউনিটি'-র পাশে ২ কোটি টাকার ৩০ ফুটের ডাইনোসর-এর মূর্তি ভেঙে পড়ল (দেখুন ভাইরাল ভিডিও)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র স্বপ্নের 'স্ট্যাচু অফ ইউনিটি'-র ঠিক পাশে দুর্ঘটনা। গুজরাটের নর্মদা নদীর তীরে নির্মিত স্ট্যাচু অব ইউনিটি'-তে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের জন্য ২ কোটি টাকা খরচ করে তৈরি করা ডায়নোসরের মূর্তি একেবারে ভেঙে পড়ল।
আমেদাবাদ, ৮ সেপ্টেম্বর: Statue of Unity- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-র স্বপ্নের 'স্ট্যাচু অফ ইউনিটি'-র ঠিক পাশে দুর্ঘটনা। গুজরাটের নর্মদা নদীর তীরে নির্মিত 'স্ট্যাচু অব ইউনিটি'-তে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের জন্য ২ কোটি টাকা খরচ করে তৈরি করা ডাইনোসর-এর মূর্তি একেবারে ভেঙে পড়ল। রবিবার সকালে হওয়া এই সর্দার বল্লভ ভাই প্যাটেল-এর প্রতিকৃতিতে তৈরি হওয়া ১৮২ মিটার (৫৯৭ ফুট) উচ্চতার 'স্ট্যাচু অফ ইউনিটি'-কে ঘিরে পর্যটন স্থান হিসাবে তুলে ধরার জন্য বাগান, সহ নানা ধরনের মূর্তি বসানো হয়। সর্দার বল্লভ ভাই প্যাটেল-এর প্রতিকৃতিতে তৈরি হওয়া ১৮২ মিটার (৫৯৭ ফুট) উচ্চতার 'স্ট্যাচু অফ ইউনিটি'-কে ঘিরে পর্যটন স্থান হিসাবে তুলে ধরার জন্য বাগান, সহ নানা ধরনের মূর্তি বসানো হয়।
এই মূর্তিটি নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিদিন এই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে পর্যটকের ভিড় হয় প্রায় ৩০ হাজার পর্যটকের। গত বছর নভেম্বর থেকে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৮ লক্ষ পর্যটক এখানে যান। টিকিট বিক্রি থেকে ওই তিন মাসে ১৯.৪৭ কোটি টাকা আয় হয়। চিনের স্প্রিং টেম্পল বুদ্ধ-কে ছাপিয়ে ভারতের 'স্ট্যাচু অফ ইউনিটি'ই এখন দুনিয়ার সবচেয়ে উঁচু মূর্তি। আরও পড়়ুন- পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে পারবে না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান
Watch: Giant dinosaur built near Statue of Unity collapses pic.twitter.com/SrQ6kvEA3c
রবিবার সকালে ডায়নোসরের মূর্তিটি ভেঙে পড়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আাগমী ৩১ অক্টোবর, স্ট্যাচু অফ ইউনিটি-তে পর্যটকদের আকর্ষণের জন্য আরও তিনটি ডায়নসোররের মূর্তি বসানো হবে। যার কাজ ১৫ অক্টোবর শেষ হওয়ার কথা। তার মাঝে ঘটল এই দুর্ঘটনা।
প্রসঙ্গত, 'স্ট্যাচু অব ইউনিটি' উচ্চতায় ১৮২ মিটার (৫৯৭ ফুট)। যা প্রায় ৬০ তলা ভবনের সমান উঁচু। এত বড়ভাস্কর্যটি তৈরিতে ১ হাজার ৭০০ টন ব্রোঞ্জ, ৫ হাজার ৭০০ মেট্রিক টন স্টিল, ১৮ হাজার ৫০০ মেট্রিক টন বিশেষ স্টিল বার এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করা হয়েছে। তৈরিতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ২ হাজার ৯৮৯ কোটি টাকা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)