Gujarat: ভারত পাক ম্যাচের আগে ড্রোনের মাধ্যমে স্টেডিয়াম জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

১৪ তারিখ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান

Drone (Photo Credits: ANI)

ভারত পাকিস্তান ম্যাচ উপলক্ষ্যে গুজরাটের আহমদাবাদে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইসিসি মেনস ক্রিকেট উপলক্ষ্যে মোতায়েন করা হয়েছে ড্রোন।সেরকমই একটি ড্রোন দেখা গেল ভারত পাক ম্যাচের আগের দিন।

পরীক্ষামূলকভাবে ড়্রোনটিকে উড়িয়ে দেখার চেষ্টা করা হয়। নজরদারীর জন্য যে ড্রোনগুলি আনা হয়েছে তা যথেষ্ট শক্তিশালী। ক্রাইম ব্রাঞ্চের কনস্টেবল রবীন্দ্র কুমার জানিয়েছেন, "ড্রোনটি ১২ ঘন্টা একটানা উড়তে সক্ষম। ১২০ মিটার উচ্চতায় এটি উড়তে সক্ষম। ম্যাচের দিন এর মাধ্যমে তোলা ছবিতে মানুষকে চেনা সম্ভব। স্টেডিয়ামের কাছে একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে এই ড্রোন।যা ৫ কিমি এলাকা জুড়ে নজরদারী রাখবে।"

১৪ তারিখে আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ খেলা অনুষ্ঠিত হবে আহমদাবাদে। সেই উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থায় যেন কোন ফাঁক না থাকে তা খতিয়ে নেওয়া হচ্ছে আগে ভাগেই।