Gujarat: পরশু বিজেপি, কাল আপ, আজ বিজেপিতে ফিরলেন! দলবদলের রেকর্ড বিধায়ক কেসারিসিং সোলাঙ্কির
গুজরাট ভোটে দলবদলের রাজনীতি তুঙ্গে উঠেছে। বিজেপি ছেড়ে কংগ্রেসে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে আপে, কিংবা কংগ্রেস থেকে আপে বা তার উল্টোটা-নেতাদের দলবদল প্রায় রোজই শোনা যাচ্ছে।
আমেদাবাদ, ১২ নভেম্বর: গুজরাট ভোটে দলবদলের রাজনীতি তুঙ্গে উঠেছে। বিজেপি ছেড়ে কংগ্রেসে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে আপে, কিংবা কংগ্রেস থেকে আপে বা তার উল্টোটা-নেতাদের দলবদল প্রায় রোজই শোনা যাচ্ছে। তবে নরেন্দ্র মোদী রাজ্যে খেদা জেলার মাতারে র বিধায়ক যা করলেন তা দলবদলের ইতিহাসে লেখা থাকার কথা।
মাতারের বিধায়ক কেসারিসিং সোলাঙ্কি বিজেপি তাঁকে প্রার্থী না করায় পদ্মশিবির ছাড়েন। বিজেপি ছেড়ে বিধায়ক সোলাঙ্কি যোগ দেন আম আদমি পার্টি। দল ছাড়ার সময় ঘুরিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। কিন্তু একদিনেই আপ-এর ওপর মোহভঙ্গ হয়ে তাঁর। দলের কর্মী-নেতাদের সঙ্গে কথা বলে আপ ছেড়ে ফের বিজেপিতে যোগ দিলেন কেসারিসিং সোলাঙ্কি। আরও পড়ুন- করোনা আক্রান্ত ৮০০ যাত্রী নিয়ে সিডনির বন্দরে এল প্রমোদ তরী
দেখুন টুইট
বর্তমান বিধায়ক সোলাঙ্কিকে বাদ দিয়ে মাতারে বিজেপি প্রার্থী করেছে কল্পেশভাই পারমারকে। আম আদমি পার্টি এখানে প্রার্থী করেছে মহিপাতসিং চৌহানকে।