Gujarat Bridge Collapse: প্রধানমন্ত্রীর সফরের মাঝে মোদী রাজ্যে সেতু ভেঙে মৃত ৬০, নিখোঁজ বহু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে সেতু ভেঙে বড় দুর্ঘটনা। গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে ৪০ জনের মৃত্যু হল

Gujarat Bridge Collapse. (Photo Credits; Twitter)

আমেদাবাদ, ৩০ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে সেতু ভেঙে বড় দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৬০ হল। গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ বহু। অসমর্থিত সূত্রের খবর, সেতুটিতে ৩০০ জনের মতো মানুষ ছিলেন। তাদের সবাই নদীর জলে পড়ে যান। গুজরাটের মন্ত্রী ব্রিজেশ মিশ্র জানিয়েছেন, মোরবিতে সেতু বিপর্যয়ের ঘটনায় ৫৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন গুজরাট সফরেই আছেন। সেতু বিপর্যয়ের তদন্তে পাঁচ জনের সিট গঠন করা হয়েছে।

সেতুটি ভেঙে পড়ার পরে বেশ কয়েকজন সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। সলিল সমাধি ঘটে বেশ কয়েক জনের। কিছু মানুষকে ভাঙা সেতুর রেলিং ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে গুজরাট সরকার। আরও পড়ুন-অমরাবতীতে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে ৫

দেখুন ভিডিও

মোরবি জেলার মাচ্চু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ার সময় যারাই সেটার ওপর ছিলেন সকলেই নদীতে পড়ে যান। এঁদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কতজন সেতুটিতে ভাঙার সময় ছিলেন তা জানা স্পষ্ট নয়। তবে সেতুটিকে দিন পাঁচেক আগে নতুন করে সংস্কার করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল। যায়। সেতুর উপরে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই পর্যটক বলে জানা গিয়েছে।