GST rate hike from today: ফের জিএসটি-র কোপ,কোন কোন জিনিসে দাম বাড়ছে দেখুন
১২ শতাংশ জিএসটি বাড়ছে চর্মজাত পণ্যে। ১ হাজার টাকার নীচে ভাড়া যে সমস্ত হোটেলের, সেখানেও আজ থেকে মূল্যবৃদ্ধি হবে বলে জানা যাচ্ছে।
দিল্লি, ১৮ জুলাই: ফের জিএসটির (GST) বোঝা চাপতে শুরু করেছে সাধারণ মানুষের কাধে। জিএসটির প্রভাবে সোমবার থেকে কোন কোনও জিনিসের দাম বাড়ছে দেখুন। আজ থেকে ১৮ শতাংশ জিএসটি বাড়ছে এলইডি আলো, কালি, ছুরি, ব্লেড, পেন্সিল, রাবার, চামচ, কাটা চামচ, কেক তৈরির জিনিস-সহ বেশ কিছু জিনিসে। এসবের পাশাপাশি ৫ শতাংশ জিএসটি বাড়ছে চাল, আটা, বার্লি, মুড়ি, চিঁড়ে, মুড়কি, চালের গুড়োয়।
১২ শতাংশ জিএসটি বাড়ছে চর্মজাত পণ্যে। ১ হাজার টাকার নীচে ভাড়া যে সমস্ত হোটেলের, সেখানেও আজ থেকে মূল্যবৃদ্ধি হবে বলে জানা যাচ্ছে।
সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের উপর যেবাবে জিএসটির বোঝা বাড়ছে, তা নিয়ে চিন্তা বাড়ছে। পেট্রল, ডিজেলের সঙ্গে রান্নার গ্যাসের দামও ক্রমাগত সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।