GST Council Meeting: দুধের ক্যানে ১২ শতাংশ জিএসটি, কাউন্সিলের বৈঠকের পর কিসের দাম বাড়ছে, কিসের কমছে

ভোটে ধাক্কা খাওয়ার পর জিএসটি-তে দেশবাসীর ওপর কিছুটা চাপ কমিয়ে দিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠকের পর স্বস্তিতে দেশবাসী।

Photo Credits: ANI

নতুন দিল্লি, ২২ জুন: ভোটে ধাক্কা খাওয়ার পর জিএসটি-তে দেশবাসীর ওপর কিছুটা চাপ কমিয়ে দিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠকের পর স্বস্তিতে দেশবাসী। ৫৩ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক পণ্যে জিএসটি কমানোর কথা জানালেন। দুধের কৌটোকে জিএসটির আওতা এনে স্বস্তি থেকে সোলার কুকার, প্ল্যাটফর্ম টিকিট থেকে ওয়েটিং রুম সহ রেল পরিষেবার বেশ কিছু জিনিসে কমানো হল বা জিএসটি-র আওতার বাইরে রাখা হল।

জিএসটি কাউন্সিলের এদিনের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, সব দুধের ক্যানে ১২% হারের সুপারিশ করা। এজিএসটি-তে আসার পর দুধের ক্যানে আর বাড়তি কর গুনতে হবে না গ্রাহকদের। এতে দুধের দাম কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। প্ল্যাটফর্ম টিকিট, রিটায়ারিং রুম, ওয়েটিং রুম, ক্লোকরুম এবং রেলে ব্যাটারি-চালিত গাড়ির পরিষেবাকে জিএসটির আওতার বাইরে রাখা হচ্ছে। এর ফলে এইসব জিনিসে সাধারণ মানুষদের ওপর চাপ কমবে মূলত দূরপাল্লার যাত্রীদের ওপর। কাউন্সিলের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলগুলিকে জিএসটি মুক্ত করার প্রস্তাব দেওয়া। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন দেশের বহু পড়ুয়া। আরও পড়ুন-সকাল ৯ টা ১৫ এর মধ্যে ঢুকতেই হবে অফিসে, সরকারী কর্মচারীদের কড়া নির্দেশ

দেখুন ভিডিয়ো

জিএসটি কাউন্সিলের বৈঠকের শেষে জানানো হয়েছে যেখানে কার্টন বক্স ও সোলার কুকারে ১২% জিএসটি দেওয়ার কথা বলা হয়েছে। ট্যাক্স ডিমান্ড নোটিশের উপর জরিমানার সুদ মকুবের সুপারিশ করা হয়েছে কাউন্সিলর বৈঠকে। জিএসটি আপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। একই পরিমাণ হাইকোর্টের জন্য এক কোটি টাকা ও সুপ্রিম কোর্টের জন্য ২ কোটি টাকা হবে।

৫৩ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত কার্যকর হলে-

কমছে: দুধের দাম, হোস্টেল ফি, প্ল্যাটফর্ম টিকিট, ওয়েটিং রুম সহ বেশ কিছু রেল পরিষেবা, সোলার কুকার।