Uttar Pradesh: মালা বদলের সময় পণের দাবি, বরকে মণ্ডপ থেকে উঠিয়ে গাছে বাধলেন কনের পরিবার

জৌনপুরের হড়কপুর গ্রামে বিয়ে করতে আসা বর এবং তাঁর বরযাত্রীরা কনের বাড়িতে সঠিক সময়েই পৌঁছে যান। বিয়ের আসরে যখন মালাবদলের সময় আসে, সেই সময় কনের বাড়ির লোকজনের কাছে দাবি করা হয় পণ।

Dowry, Representational Image (Photo Credit: Pixabay)

দিল্লি, ১৫ জুন: পণ চাওয়ায় হবু বরকে গাছের সঙ্গে বেধে রাখলেন মেয়ের বাড়ির লোকজন। শুধু তাই নয়, পণের দাবি করায় হবু বরের বাড়ির লোকজনকেও আটকে রাখা হয়। উত্তরপ্রদেশের জৌনপুরের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টির তদন্ত করে দেখা হচ্ছে বলে উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়।

রিপোর্টে প্রকাশ, জৌনপুরের হড়কপুর গ্রামে বিয়ে করতে আসা বর এবং তাঁর বরযাত্রীরা কনের বাড়িতে সঠিক সময়েই পৌঁছে যান। বিয়ের আসরে যখন মালাবদলের সময় আসে, সেই সময় কনের বাড়ির লোকজনের কাছে দাবি করা হয় পণ। যা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি নিয়ে উত্তাপ ছড়াতেই কনের বাড়ির লোকজন এরপর গাছের সঙ্গে বরকে বেধে রাখেন। সেই সঙ্গে বরযাত্রীদেরও আটকে রাখা হয়।