Grammy Awards 2023: তৃতীয়বার গ্র্যামি ঘরে তুললেন রিকি কেজ, টুইট করে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর (দেখুন টুইট)

বেঙ্গালুরুর সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয় যিনি এ বছর গ্র্যামি জিতলেন। এটি রিকি-র তিন নম্বর গ্র্যামি। সেরা অডিয়ো অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন এই ভারতীয় সুরকার। তাঁর অ্যালবাম ‘ডিভাইন টাইডস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন রিকি।

Rickey Kej Grammy Award Photo Credit: Twitter@narendramodi

সোমবার তৃতীয়বারের মতো গ্র্যামি পুরস্কার জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করেন রিকি কেজ।বেঙ্গালুরুর সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয় যিনি এ বছর গ্র্যামি জিতলেন। এটি রিকি-র তিন নম্বর গ্র্যামি। সেরা অডিয়ো অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন এই ভারতীয় সুরকার। তাঁর অ্যালবাম ‘ডিভাইন টাইডস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন রিকি। তাঁর এই পুরস্কার ভারতকে উৎসর্গ করেছেন রিকি। গ্র্যামির মঞ্চে একেবারে ভারতীয় পোশাকে দেখা গেছে তাঁকে। সোনালি বন্ধগলায় সেজেছিলেন গ্র্যামিজয়ী এই ভারতীয় সুরকার।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিশেষ অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছেন। গ্র্যামি পুরস্কার জেতার পর রিকি কেজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, রিকি কেজকে অভিনন্দন আরেকটি গ্র্যামি অর্জনের জন্য। আগামীর জন্য রইল শুভ কামনা।



@endif