Karnataka: স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ আবশ্যিক করল কর্ণাটক সরকার

আর্ন্তজাতিক গনতন্ত্র দিবস উপলক্ষ্যে ঘোষণা কর্ণাটক সরকারের

Karnataka CM (Photo Credit: PTI)

স্কুল কলেজে সংবিধানে প্রস্তাবনা পড়া বাধ্যতামূলক করল কর্ণাটকের সরকার। সরকার এবং বেসরকারী স্কুলেও জারি করা হয়েছে এই ফরমান। এদিন আর্ন্তজাতিক গনতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার বিধান সৌধের কাছে সংবিধানের প্রস্তাবনা পড়ার অনুষ্ঠানে যোগ দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ মিনিস্টার ডিকে শিবকুমার, ক্যাবনিটে সদস্য জি পরমেশ্বরা, রামালিঙ্গা রেড্ডী, এশওয়ার খান্ড্রে, কে জে জর্জ, কংগ্রেস এমএলএ রিজওয়ান আর্শাদ সহ আরও অনেকে।

সূত্র থেকে জানা গেছে স্কুলে সকালের প্রার্থনা হিসেবে সংবিধানের প্রস্তাবনা বলার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। এবং সাংবিধনিক বিষয়গুলিকে যাতে সাধারণভাবে জীবনে ব্যবহার করার ক্ষেত্রে ব্রতী হয়ে হওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল ওয়েলফের মন্ত্রী এইচ সি মহাদেবাপ্পা জানিয়েছেন, " সংবিধান বিআর আম্বেদকরের তরফে প্রত্যেক নাগরিককে দেওয়া পবিত্র বই।এটি একটি পবিত্র বই যা পরিচ্ছন্নতা এবং সমতার ওপর জোর দেয়। সে কারণেই এই প্রবস্তাবনা পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।এটা আমাদের শিশুদের সাধারণ সেই সমস্ত বিষয় এবং আদর্শগুলিকে বুঝতে সাহায্য করবে যার ওপর আমাদের এই ভারতবর্য দাড়িয়ে"।



@endif