Farmers' Protest: কৃষক আন্দোলন নিয়ে উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ, টুইটারকে ১১৭৮টি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিটের নির্দেশ কেন্দ্রের

কৃষক আন্দোলনকে (farmers protests) কেন্দ্র করে উসকানিমূলক বার্তা ছড়াচ্ছে। একই সঙ্গে ভুল তথ্যেরও প্রচার চলছে। একারণে ১ হাজার ১৭৮টি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্টকে ডিলিট করার লক্ষ্যে টুইটারের দারস্থ ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, যদিও কেন্দ্রের এহেন নির্দেশিকা মেনে এখনই সংশ্লিষ্ট পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিটে উদ্যোগ নেয়নি টুইটার। ভারতের এই কৃষক আন্দোলন শুধু দেশে নয়, বিদেশেও দারুণভাবে প্রভাব ফেলেছে। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরাও। ভারতের কৃষক আন্দোলনকে নিয়ে টুইট করেছিলেন পপতারকা রিহানা।

টুইটার লোগো (Photo courtesy: Twitter)

নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি: কৃষক আন্দোলনকে (farmers protests) কেন্দ্র করে উসকানিমূলক বার্তা ছড়াচ্ছে। একই সঙ্গে ভুল তথ্যেরও প্রচার চলছে। একারণে ১ হাজার ১৭৮টি পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্টকে ডিলিট করার লক্ষ্যে টুইটারের দারস্থ ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, যদিও কেন্দ্রের এহেন নির্দেশিকা মেনে এখনই সংশ্লিষ্ট পাকিস্তানি খালিস্তানি অ্যাকাউন্ট ডিলিটে উদ্যোগ নেয়নি টুইটার। ভারতের এই কৃষক আন্দোলন শুধু দেশে নয়, বিদেশেও দারুণভাবে প্রভাব ফেলেছে। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরাও। ভারতের কৃষক আন্দোলনকে নিয়ে টুইট করেছিলেন পপতারকা রিহানা। সেই টুইটকে সমর্থন করেছেন টুইটার সিইও জ্যাক ডরসে। শুধু রিহানা একা নন, সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও ভারতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছেন। আরও পড়ুন-Weather Update: একেবারে শেষবেলায় শীতের ছোট্ট ইনিংস, বৃহস্পতিবার থেকেই রাজ্যে চড়বে পারদ

এরপরেই ভারতের সেলেবদের একাংশ, বিদেশমন্ত্রক ও বিজেপি নেতাদের বিরাগভাজন হন এই আন্তর্জাতিক সেলেবরা। তবে তাতেও তাঁরা দমেননি। বরং ফের টুইট করে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রবিবার রেলমন্ত্রী পীযূশ গয়াল বলেছেন, “নতুন কৃষি আইনের বিরোধিতায় কৃষকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে রাজি কেন্দ্র। সেই প্রস্তাব কেন্দ্রের তরফে প্রতিবাদী কৃষকদের কাছে গেলেও তাঁদের পক্ষ থেকে এখনও ন্যূনতম কোনও পরামর্শ আসেনি।”