Subhash Chandra Bose: নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কিত সমস্ত ফাইল ডিক্লালিফাইড করা হয়েছে, সংসদে জানাল কেন্দ্রীয় সরকার

নেতাজি সুভাষ চন্দ্র বসু ( Netaji Subhash Chandra Bose) এবং আজাদ হিন্দ ফৌজ (Azad Hind Fauj) সম্পর্কিত সমস্ত ফাইল ডিক্লালিফাইড করা হয়েছে। এবং সেগুলি ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ার (National Archives of India) হেফাজতে রাখা রয়েছে। সংসদে জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ৩০৪টি ফাইলের মধ্যে ৫৮টি ছিল প্রধানমন্ত্রীর অফিসে, ৩৭টি ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এছাড়া বিদেশ মন্ত্রকের কাছে ছিল ২০০টি। ৯টি ফাইল ছিল ক্যাবিনেট সচিবালয়ে।

Netaji Subhash Chandra Bose (Photo credit: PTI)

নতুন দিল্লি, ৪ ডিসেম্বর: নেতাজি সুভাষ চন্দ্র বসু ( Netaji Subhash Chandra Bose) এবং আজাদ হিন্দ ফৌজ (Azad Hind Fauj) সম্পর্কিত সমস্ত ফাইল ডিক্লালিফাইড করা হয়েছে। এবং সেগুলি ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ার (National Archives of India) হেফাজতে রাখা রয়েছে। সংসদে জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ৩০৪টি ফাইলের মধ্যে ৫৮টি ছিল প্রধানমন্ত্রীর অফিসে, ৩৭টি ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এছাড়া বিদেশ মন্ত্রকের কাছে ছিল ২০০টি। ৯টি ফাইল ছিল ক্যাবিনেট সচিবালয়ে। আরও পড়ুন: India is a Hindu Rashtra: ১০০ কোটি হিন্দু বসবাস করে, তাই ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বললেন বিজেপি নেতা

মন্ত্রী লিখিত জবাবে বলেন, "সরকার স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কিত সমস্ত রেকর্ড ডিক্লালিফাইড করে সেগুলি ভারতের জাতীয় সংরক্ষণাগারে রেখেছে। মোট ৩০৪ টি রেকর্ড এবং ফাইল জাতীয় সংরক্ষণাগারে (National Archives of India) রাখা হয়েছে। ৩০৪টি ফাইলের মধ্যে ৩০৩টি ফাইল ইতিমধ্যেই নেতাজি ওয়েব পোর্টাল অর্থাৎ www.netajipapers.gov.in- এ আপলোড করা হয়েছে।" ন্যাশনাল আর্কাইড অফ ইন্ডিয়া ভারত সরকাররে বিভিন্ন মন্ত্রক ও বিভাগে থাকা রেকর্ড ও ফাইল সংরক্ষণ করে রাখে।

১৯৯৭ সালে প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে আজাদ হিন্দি ফৌজ সম্পর্কিত ৯০৯টি ফাইল নিজেদের হেফাজতে নেয় ও সেগুলি ডিক্লাসিফাইড করে তারা। ২০১২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খোসলা কমিশন ও মুখার্জি কমিশন সম্পর্কিত ১০৩০টি ফাইল প্রকাশ করে। এর মধ্যে ২৭১টি ফাইল ছিল খোসলা কমিশনের তদন্ত সম্পর্কিত। বাকি ৭৫৯টি ফাইল ছিল মুখার্জি কমিশনের তদন্ত সম্পর্কিত। এই সমস্ত ফাইল দেশের জনগণদের জন্য উপলব্ধ।