Tarun Tejpal: ধর্ষণের মামলা থেকে নিষ্কৃতি পেলেন তহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল
প্রাক্তন মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক তরুণ তেজপাল৷ গত ৮ বছর ধরে গোয়ার এক আদালতে চলছিল এই ধর্ষণের মামলা৷ মামলাটি যখন দায়ের হয় তখন তহেলকা সংবাদপত্রের চিফ এডিটর ছিলেন তরুণ তেজপাল (Tarun Tejpal)৷
পানাজি, ২১ মে: প্রাক্তন মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক তরুণ তেজপাল৷ গত ৮ বছর ধরে গোয়ার এক আদালতে চলছিল এই ধর্ষণের মামলা৷ মামলাটি যখন দায়ের হয় তখন তহেলকা সংবাদপত্রের চিফ এডিটর ছিলেন তরুণ তেজপাল (Tarun Tejpal)৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে গোয়ার এক বিলাসবহুল হোটেলের লিফটের মধ্যে প্রাক্তন মহিলা সহকর্মীকে ধর্ষণ করেছেন৷ এদিকে বিভিন্ন কারণ দেখিয়ে এই সংক্রান্ত মামলার শেষ তিন শুনানি মুলতুবি করে গোয়ার আদালত৷ গত ২৭ এপ্রিল এই মামলার শুনানির দিন ধর্য হলেও আদালত তা পিছিয়ে চলতি মাসের ১২ মে করা হয়৷ পরে তা পিছিয়ে ১৯ মে শুানির দিন ধার্য হয়৷ আরও পড়ুন-Angelina Jolie On World Bee Day: গা ভর্তি মৌমাছিতে অ্যাঞ্জেলিনা জোলি, ব্যাপারটা কী?
তবে সেদিনও শুনানি হয়নি৷ আদালত ২১ মে শুক্রবার অর্থাৎ আজ তেহেলকার প্রাক্তন এডিটরের ধর্ষণের মামলার শুনানির দিন দার্য করে৷ তবে মামলা আর মুলতুবি হয়নি৷ এদিন আদালত রায় শুনিয়েছে৷ ২০১৩-র নভেম্বরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তরুণ তেজপালকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরপর ২০১৪-র মে মাসে জামিনে ছাড়া পেয়ে যান তিনি৷ এর আগে ওই বছর ফেব্রুয়ারিতে তরুণ তেজপালের বিরুদ্ধে গোয়া পুলিশ ২ হাজার ৮৪৬ পাতার চার্জশিট আদালতে পেশ করেছিল৷
এই ঘটনা অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৫৪, ৩৫৪-র এ, ৩৫৪-র বি, এবং ৩৭৬-র ২-এফ ও ৩৭৬-র ২-কে ধারায় মামলা রুজু হয়৷