Antiviral Drug Favipiravir Launches: করোনা প্রতিরোধে ভারতে অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির বিক্রি শুরু করল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস
শনিবার ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস (Glenmark Pharmaceuticals) বলেছে যে তারা ভারতে করোনা (COVID-19) রোগীদের চিকিৎসার জন্য ওরাল অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির (Favipiravir) বিক্রি শুরু করেছে। ফ্যাবিফ্লু (FabiFlu) ব্র্যান্ড নামে অ্যান্টিভাইরাল ড্রাগ ফাভিপিরাভির লঞ্চ হয়েছে। মুম্বই ভিত্তিক এই ওষুধ সংস্থা শুক্রবার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের থেকে ফাভিপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমোদন পেয়েছে।
নতুন দিল্লি, ২০ জুন: শনিবার ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস (Glenmark Pharmaceuticals) বলেছে যে তারা ভারতে করোনা (COVID-19) রোগীদের চিকিৎসার জন্য ওরাল অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির (Favipiravir) বিক্রি শুরু করেছে। ফ্যাবিফ্লু (FabiFlu) ব্র্যান্ড নামে অ্যান্টিভাইরাল ড্রাগ ফাভিপিরাভির লঞ্চ হয়েছে। মুম্বই ভিত্তিক এই ওষুধ সংস্থা শুক্রবার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের থেকে ফাভিপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমোদন পেয়েছে।
এক বিবৃতিতে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস বলেছে যে করোনার চিকিৎসার জন্য ফ্যাবিফ্লু হল প্রথম ওরাল ওষুধ। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গ্লেন সালদানা বলেছেন, "এই অনুমোদন এমন সময়ে এসেছিল যখন ভারতে করোনা আক্রান্ত ক্রমেই বেড়ে চলেছে। যা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।" আরও পড়ুন: Coronavirus Cases in India: দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় চার লাখ, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৪৮
তিনি জানিয়েছেন যে ফ্যাবিফ্লু মতো কার্যকর ওষুধ এই চাপ যথেষ্ট পরিমাণে কমিয়ে আনতে সহায়তা করবে এবং ভারতে রোগীদের অনেক প্রয়োজনীয় এবং সময়োচিত থেরাপির বিকল্প দেবে।