Ghulam Nabi Azad Becomes Modi Fan: 'উদার' প্রধানমন্ত্রী, মোদী 'ভক্ত' হয়ে গেলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ

২০২২ সালে কংগ্রেস ত্যাগ করেন আজাদ। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে গুলাম নবি আজাদ নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেন। ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি নামে একটি পৃথ দল তৈরি করেন গুলাম নবি আজাদ।

Ghulam Nabi Azad, PM Modi (Photo Credit: ANI)

দিল্লি, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভক্ত' হয়ে গেলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, নরেন্দ্র মোদী (Narendra Modi) যা করছেন, তা প্রশংসনীয়। মোদী একজন 'উদার' মানুষ। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি বহুবার মোদীর বিরোধিতা করেছন। এমনকী জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) থেকে ৩৭০ ধারা বাতিল হোক কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা হিজাব বিতর্ক, প্রত্যেকবারই মোদীর বিরোধিতা করেছেন। তা সত্ত্বেও তিনি রাজনৈতিকভাবে কখনও তাঁর বিরুদ্ধে হিংসাত্মক কোনও মনোভাব দেখাননি বলে জানান গুলাম নবি আজাদ।

প্রসঙ্গত ২০২২ সালে কংগ্রেস ত্যাগ করেন আজাদ। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে গুলাম নবি আজাদ নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেন। ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি নামে একটি পৃথ দল তৈরি করেন গুলাম নবি আজাদ। শুধু তাই নয়, কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর জম্মু কাশ্মীরের একাধিক হাত শিবিরের নেতাকে নিয়ে ওই সময় দল ছাড়েন গুলাম নবি আজাদ।