Ghaziabad Shocker: গাজিয়াবাদের হোটেলে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন, ধৃত প্রেমিক (দেখুন ভিডিও)
ওই মহিলা তার প্রেমিকের সঙ্গে গাজিয়াবাদের এক হোটেলে যান। সেখানেই কোনো এক কারনে শুরু হয় দুজনের মধ্যে বাকবিতণ্ডা। আর সেই বাকবিতণ্ডার জেরেই প্রেমিক শ্বাসরোধ করে খুন করে প্রেমিকাকে।
উত্তরপ্রদেশ, ২৭ ডিসেম্বরঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিয়াবাদের(Ghaziabad) এক বেসরকারি হোটেলে এক মহিলার মৃত দেহ উদ্ধার করল গাজিয়াবাদের পুলিশ। গ্রেফতার করা হয় মহিলাটির প্রেমিকাকে। সূত্রের খবর মৃত মহিলাটির নাম রচনা এবং সে বাগপাতের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রের খবর ওই মহিলা তার প্রেমিক গৌতমের সঙ্গে গাজিয়াবাদের এক হোটেলে যান। সেখানেই কোনো এক কারনে শুরু হয় দুজনের মধ্যে বাকবিতণ্ডা। আর সেই বাকবিতণ্ডা জেরেই প্রেমিক শ্বাসরোধ করে হত্যা করে প্রেমিকার। মৃত প্রেমিকার দেহ হোটেলের ঘরে ফেলে পালিয়ে যায় প্রেমিক। হোটেলের ঘরে মৃত মহিলার দেহ দেখতে পেয়ে গাজিয়াবাদের পুলিশকে খবর দেন হোটেলের কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পুলিশ আসে এবং মহিলাটির মৃত্যুর তদন্ত শুরু করেন। তদন্তের জেরে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযুক্ত প্রেমিক গৌতমকে গ্রেফতার করেন গাজিয়াবাদেরপুলিশ।