Ghaziabad Shocker: মারধর, গণধর্ষণে ক্ষতবিক্ষত মহিলা নিরাপত্তা রক্ষী, হাসপাতালে যেতেই মৃত্যু, নির্মমতার বলি ১৯-এর কিশোরী
গত রবিবার গাজিয়াবাদের ওই হাউজিং সোসাইটির কিশোরী নিরাপত্তারক্ষীর উপর চরম অত্যাচার চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। চি
দিল্লি, ২৯ অগাস্ট: ফের ভয়াবহ ঘটনা গাজিয়াবাদে। এবার গাজিয়াবাদের এক হাউজিং সোসাইটির মহিলা নিরাপত্তারক্ষীকে মারধরের পর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বছর ১৯-এর ওই নিরাপত্তারক্ষীর উপর অত্যাচার চালানো হয় বলে খবর। জানা যায়, সুপারভাইজারের হাতেই ওই মহিলা নিরাপত্তারক্ষী অত্যাচারিত হন। ওই ঘটনার পর ৩১ বছরের সুপারভাইজারের খোঁজ করে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গত রবিবার গাজিয়াবাদের ওই হাউজিং সোসাইটির কিশোরী নিরাপত্তারক্ষীর উপর চরম অত্যাচার চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। চিকিৎসা চললেও, শেষ রক্ষা হয়নি। সোমবার ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয় বলে খবর।
ঝাড়খণ্ডের বাসিন্দা ওই কিশোরী গাজিয়াবাদে মাসির বাড়িতে থাকতেন। সদ্য ১৮ পেরনো ওই কিশোরী মাসির বাড়িতে থেকে সংশ্লিষ্ট হাউজিং সোসাইটিতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন বলে জানা যায়।