Ayodhya Ram Temple: অযোধ্যায় রামমন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সবার আগে আমন্ত্রণ যোগী আদিত্যনাথকে

বহু প্রতীক্ষার পর আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠার মহা অনুষ্ঠান হতে চলেছে।

Yogi Adityanath at Ujjain Mahakaleshwar Temple (Photo Credit: ANI)

বহু প্রতীক্ষার পর আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলাল্লার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার মহা অনুষ্ঠান হতে চলেছে। এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হল। শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের (Sri Ram Janambhoomi Trust ) সাধারণ সচিব চম্পত রাই এবং কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি রাই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালেন যোগী আদিত্যনাথকে। প্রসঙ্গত, রাম মন্দির আন্দোলনে বড় ভূমিকা নিয়ে রাজনীতিতে উত্থান যোগী আদিত্যনাথের।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

দেখুন এক্স

কুম্ভমেলার মতই অযোধ্যায় রামমন্দিরে উদ্বোধন নির্বিঘ্ন শেষ করার জন্য উত্তরপ্রদেশ সরকার যাবতীয় আয়োজন করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।