Punjab Congress Feud: সিধুকে নিয়ে সোনিয়াদের 'বাউন্সারে' ক্ষুব্ধ অমরিন্দরকে সামলাতে মাঠে হর্ষ রাওয়াত

পঞ্জাবের কংগ্রেস সভাপতি হিসেবে নভোজত সিং সিধু-র নাম নিয়ে জল্পনা শুরু হতেই হাইকমান্ডকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগামী বছর পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে অমরিন্দর-সিধুর মধ্যে 'হাতা-হাতি' রুখতে ময়দানে নেমেছেন উত্তরাখণ্ডের কংগ্রেস নেতা হর্ষ রাওয়াত।

Punjab Chief Minister Capt. Amarinder Singh (Photo Credits: PTI)

চণ্ডীগড়, ১৭ জুলাই: পঞ্জাবের কংগ্রেস সভাপতি হিসেবে নভোজত সিং সিধু-র নাম নিয়ে জল্পনা শুরু হতেই হাইকমান্ডকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগামী বছর পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে অমরিন্দর-সিধুর মধ্যে 'হাতা-হাতি' রুখতে ময়দানে নেমেছেন পঞ্জাবের দায়িত্বে থাকা উত্তরাখণ্ডের কংগ্রেস নেতা হর্ষ রাওয়াত। অমরিন্দরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন হর্ষ রাওয়াত।

 



@endif