Gang Rape: খাবারের লোভ দেখিয়ে অনাথ বালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে নির্যাতিতা। কাউন্সিলিং-এর পর গোটা ঘটনার কথা জানায় সে।
নয়াদিল্লিঃ ফের ধর্ষণ(Rape)। এ বার নাবালিকাকে গণধর্ষণের(Gang Rape) অভিযোগ উঠল দুই ব্যাক্তির উপর। জানা গিয়েছে, ৩ আগস্ট বাসে চেপে দিল্লির(Delhi)কাশ্মীরি গেট(Kashmir Gate) থেকে দেরাদুনে(Dehradun) যাচ্ছিল নির্যাতিতা। পথে খাবারের লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে উত্তরাখণ্ড রোডওয়েজের দু'জন কর্মী। এই ঘটনায় এক বাস চালক এবং কন্ডাক্টরকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজন যুক্ত বলে জানিয়েছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। জানা গিয়েছে, নাবালিকা অনাথ। ছেলেবেলাতেই বাবা-মা গত হয়েছেন। পঞ্জাবের পাটিয়ালায় দাদার সঙ্গে থাকত সে। একাই বাসে চেপেছিল সে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে নির্যাতিতা। কাউন্সিলিং-এর পর গোটা ঘটনার কথা জানায় সে।এরপর সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত রয়েছে বাস চালক, কন্ডাক্টর, বাসের সাফাই কর্মীসহ বাস ডিপোর কোষাধ্যক্ষ। ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে।