Karnataka High Court: হুবলির ধারওয়াদ ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উদযাপন বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট

হুবলি-ধারওয়াদ ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থীর অনুষ্ঠানের অনুমতি দেওয়ার অনুমতিকে চ্যালেঞ্জ করেকরা আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)।

Photo Credit_Twitter

বেঙ্গালুরু, ৩১ অগাস্ট: হুবলি-ধারওয়াদ ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থীর অনুষ্ঠানের অনুমতি দেওয়ার অনুমতিকে চ্যালেঞ্জ করেকরা আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। অর্থাৎ ধারওয়াদ ময়দানে গণেশ চতুর্থী উদযাপনের যে নির্দেশিকা কর্তৃপক্ষ দিয়েছিল, তা বহাল রেখেছে হাইকোর্ট। কারণ হাইকোর্ট লক্ষ্য করেছে, ধারওয়াদ ঈদগাহ ময়দান নিয়মিত কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। আরও পড়ুন-Mikhail Gorbachev Passes Away: প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

এর আগে কর্ণটকেরই চামরাজ পেটের ঈদগাহ ময়দানে আজ ৩১ অগাস্ট স্বল্প সময়ের জন্য গণেশ চতুর্থী পালনে র অনুমতি নিয়েছিল কর্ণাটক সরকার। তাতে ইতিমধ্যেই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, এএস ওকা এবং এমএম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ উভয় পক্ষকে আজকের মতো স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

চামরাজ পেট ঈদগাহকে রাজ্য সরকার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে গণেশ চুতর্থী পালনের জন্য ব্যবহার করার নির্দেশিকা দেওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কর্ণাটকের সেন্ট্রাল মুসলিম অ্যাসোসিয়েশন বিষয়টি বিবেচনা করে দেখার দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হলে আপাতত বিষয়টিতে স্থগিতাদেশ পড়েছে।

 



@endif