Gaganyaan mission: শ্রীহরিকোটা থেকে পরীক্ষামূলকভাবে মানবহীন ফ্লাইট পাঠাচ্ছে ইসরো
শনিবার সকাল ৮ টার সময় মহাকাশে পাড়ি দেবে এই মানবহীন ফ্লাইট
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে শনিবার মহাকাশে প্রেরণ করা হবে মানববিহীন যান, ফ্লাইট মিশন ১ কে লঞ্চ করা হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে।শনিবার সকাল ৮ টার সময় লঞ্চ হবে এই মহাকাশ যান।
বিষয়টি নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন ইসরো কর্তৃপক্ষ। মহাকাশচারীদের মাঝ আকাশেই যাতে সফলভাবে যানথেকে বেরিয়ে আসতে পারেন সেই উদ্দেশ্যেই করা হচ্ছে এই পরীক্ষা। এছাড়া রকেট লঞ্চের পর বঙ্গোপসাগরে যাতে সঠিকভাবে ল্যান্ড করতে পারে সেই উদ্দেশ্যেই করা হচ্ছে এই পরীক্ষা।
এই পরীক্ষার মাধ্যমে ৪০০ কিলোমিটার কক্ষপথে মানুষকে পৌছনোর পর সেখান থেকে নিরাপদ ভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা হবে এই মিশনে।
এখনও পর্যন্ত ২০ টি টেস্ট প্ল্যান করা হয়েছে যার ম্ধ্যে ৩ টি হবে মানবহীন ফ্লাই মিশন।
আমেরিকা, রাশিয়া এবং চিনের পর ভারত হবে চতুর্থ দেশ যারা এই পরীক্ষা চালাচ্ছেন।
সম্প্রতি ইসরোর তরফে চন্দ্রায়ন ৩ এর সাফল্যের পর আরও উজ্জীবিত মহাকাশ বিভাগ। ২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ইসরো কর্তৃপক্ষ।