G20 Summit: জি ২০-তে জিনপিংয়ের গরহাজিরা অনভিপ্রেত নয়, চিনের অবস্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া জয়শঙ্করের
জি ২০ সম্মেলনে চিন হাজির না হলে, তাতে ভারতের কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন এস জয়শঙ্কর। জি ২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্টের গরহাজিরা ভারতের উপর কোনও প্রভাব ফেলবে না বলে স্পষ্ট জানান এস জয়শঙ্কর।
দিল্লি, ৬ সেপ্টেম্বর: জি ২০ সম্মেলনে ভারতে হাজির হচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। যা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হলে, বিষয়টি নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, শি হাজির হচ্ছেন না দিল্লিতে। ভারতে আয়োজিত জি ২০ সম্মেলন উপলক্ষ্যে দিল্লিতে আসছেন না চিনের প্রেসিডেন্ট। যা একেবারই অনভিপ্রেত ঘটনা নয়। জি ২০ সম্মেলনে চিন হাজির না হলে, তাতে ভারতের কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন এস জয়শঙ্কর। জি ২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্টের গরহাজিরা ভারতের উপর কোনও প্রভাব ফেলবে না বলে স্পষ্ট জানান এস জয়শঙ্কর।
প্রসঙ্গত ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে জি ২০ সম্মেলন। যেখানে বিভিন্ন দেশের একাধিক রাষ্ট্রপ্রধান হাজির হবেন। জি ২০ সম্মেলনে উপলক্ষ্যে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিনের প্রেসিডেন্ট জি ২০ তে হাজির হচ্ছেন না, বিষয়টি জানার পর তিনি হতাশ। এমনও মন্তব্য করতে শোনা যায় মার্কিন প্রেসিডেন্টকে।