G20 : জি ২০ অনুষ্ঠানে যোগ দিতে এসে নাচে পা মেলালেন আইএমএফ প্রধান, ভাইরাল ভিডিও

দিল্লিতে বিমানবন্দরে পা রাখার পর নাচের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়

Photo Twiter

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া জি ২০ সম্মেলনে যোগ দিতে এসেছেন অনেকেই। তবে সবার মধ্যে নজর কাড়লেন আইএমএফের প্রধান ক্রিসটালিনা জর্জিয়েভা।এদিন দিল্লি এয়ারপোর্টে অবতরন করার পর বিশেষভাবে তাঁকে স্বাগত জানানো হয়।সেই সময় মঞ্চে গানের তালে নাচছিলেন কিছু মহিলা। তা দেখে কিছুটা উৎসাহিত হন। পা মেলাতে দেখাতে যায় গানের তালে। সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

দুদিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হচ্ছেন প্রতিনিধিরা। সন্ধ্যে ৭ টার সময় দিল্লিতে চলে আসবেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তাছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি শুনক, জাপানের প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই দিল্লিতে পা রেখেছেন জি ২০ অনুষ্ঠান উপলক্ষ্যে।