G20 : জি ২০ সম্মেলনে আমন্ত্রিত হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে

শনিবার জি ২০ উপলক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা ডিনার আমন্ত্রন পাননি মল্লিকার্জুন খাড়গে

Photo Credits: PTI

তিনি কংগ্রেস সভাপতি তাছাড়া তিনি রাজ্যসভায় বিরোধী দলের সদস্যও। তবুও আসন্ন জি ২০ টি সম্মেলনকে ঘিরে রাষ্ট্রপতি ভবন থেকে কোনরকম আমন্ত্রণপত্র এল না তার কাছে। শনিবার জি ২০ উপলক্ষ্যে রাষ্ট্রপতির তরফে একটি ডিনারের আয়োজন করা হয়েছিল কিন্তু সেই ডিনারে আমন্ত্রণ জানানো হয়নি মল্লিকার্জুন খাড়গেকে।

যদিও জানা গেছে অন্য কোন দলের বিরোধী নেতাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি। সমস্ত ক্যাবিনেট মন্ত্রী, মুখ্যমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। ভারত সরকারের সমস্ত সেক্রেটারি এবং অন্যান্য অতিথিদেরকে ও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচ ডি দেবেগৌড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সসেখানেি একটি ডিনার পার্টির আয়োজন করা হবে।