BJP State President: চার রাজ্যে সভাপতি বদল বিজেপির, নয়া নামে বড় চমক নাড্ডার, জানুন বিস্তারিত

আর কয়েক মাস পরেই তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণের এই রাজ্যে দলের নতুন সভাপতি নিয়োগ করল বিজেপি।

Photo Credits: FB

নতুন দিল্লি, ৪ জুলাই: সামনেই লোকসভা নির্বাচন। সঙ্গে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চার রাজ্যে সভাপতি বদল করল বিজেপি। আর কয়েক মাস পরেই তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণের এই রাজ্যে দলের নতুন সভাপতি নিয়োগ করল বিজেপি। কেসিআর-এর রাজ্যে ক মাস আগে দারুণ জায়গায় থাকলেও কংগ্রেস প্রচারে নামতেই কোণঠাসা গেরুয়া শিবির। আর তাই সেখানে সভাপতি বদল করে ফিরে আসার চেষ্টা করল গেরয়া শিবির।

পাশাপাশি লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশের আরও তিন রাজ্যে সভাপতি বদল করল গেরুয়া শিবির। তেলঙ্গানা বিজেপি-র প্রধান হলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy)। গত তিন বছর ধরে তেলঙ্গনায় বিজেপির দায়িত্বে ছিলেন বান্দি সঞ্জয় কুমার। বান্দির নেতৃত্বে কেসিআর-এর রাজ্যে ভালই এগোচ্ছিল পদ্ম শিবির। কিন্তু চলতি বছর এপ্রিলে তেলঙ্গানার বোর্ডের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বান্দির নাম জজ়ানোর পর বিডেপি অস্বস্তিতে পড়ে। কর্ণাটকে দারুণ জয়ের পর তেলঙ্গানায় কংগ্রেস দারুণ প্রচার শুরু করার পর শেষ অবধি দিল্লির পছন্দের নেতা বান্দিকে সরিয়ে কিষাণ রেড্ডিকেই দায়িত্ব দিলেন অমিত শাহ-জেপি নাড্ডা-রা। কর্ণাটকে হারের পর দক্ষিণ ভারতে আর কোথাও বিজেপি ক্ষমতায় নেই। আরও পড়ুন-পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশী স্পর্শকাতর বুথ কোন জেলায়, অশান্তি রুখতে থাকছে কী ব্যবস্থা

তেলঙ্গানার পাশাপাশি পাশের অন্ধ্রপ্রদেশেও সভাপতি বদল করল গেরুয়া শিবির। দক্ষিণ ভারতের সুষমা স্বরাজ হিসেবে পরিচিত দাগ্গুবাতি পুরানদেশ্বরী (D Purandeshwari)-কে অন্ধ্রের দায়িত্ব দিল বিজেপি। তিনি একটা সময় কংগ্রেসের দাপুটে সাংসদ ও মন্ত্রী ছিলেন। অন্ধ্রপ্রদেশের মত পঞ্জাবে কংগ্রেসের প্রাক্তন তারকা নেতার হাতে দলের দায়িত্ব দিলেন শাহ-নাড্ডারা। প্রাক্তন কংগ্রেস তথা প্রাক্তন কংগ্রেস মন্ত্রী সুনীল জাখর (Sunil Jakhar )-কে পঞ্জাবের সভাপতি করল বিজেপি। বিহার ভেঙে নতুন রাজ্য হওয়ার পর ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি (Babulal Marandi)-কে এমএস ধোনির রাজ্যের বিজেপি সভাপতি করানো হল। তিনিই এখন ঝাড়খণ্ড বিধানসভার বিরোধী দলনেতা।

এক নজরে কোন রাজ্যে কাকে সভাপতি করল বিজেপি:

তেলঙ্গানা: জি কিষান রেড্ডি (কেন্দ্রীয় মন্ত্রী, সেকেন্দ্রেবাদের সাংসদ)

অন্ধ্রপ্রদেশ : দাগ্গুবাতি পুরানদেশ্বরী (প্রাক্তন কংগ্রেস নেত্রী, বিজেপির মহিলা মোর্চার প্রধান)

ঝাড়খণ্ড: বাবুলাল মারান্ডি (রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা)

পঞ্জাব: সুনীল জাখার ( প্রাক্তন কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী)