Himachal Pradesh Flood: কুলুর বন্যায় জলের তোড়ে ভেসে যাচ্ছে বড় ট্রাক, দেখুন গা শিউড়ে ওঠা ভিডিয়ো

হিমাচলপ্রদেশের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিল। মান্ডিতে ভয়াবহ হড়পা বানের ভাইরাল ভিডিয়োর পর এবার সামনে এল কুলুর এক ভিডিয়ো। বিয়াস নদীর পাশ দিয়ে চলা এক রাস্তায় ট্রাক জলের তোড়ে ভেসে গেল।

হিমাচলপ্রদেশের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিল। মান্ডিতে ভয়াবহ হড়পা বানের ভাইরাল ভিডিয়োর পর এবার সামনে এল কুলুর এক ভিডিয়ো। বিয়াস নদীর পাশে  এক রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক জলের তোড়ে ভেসে গেল। অনেকে বলছেন, এই ট্রাকের ভিতর চালককেও দেখা গিয়েছে। কুলুর বন্যায় জলের তোড়ে আস্ত বাড়ি, গাড়িও ভেসে যেতে দেখা যাচ্ছে। তাসের ঘরের মত ভেঙে পড়ছে সেতু। মানালির পাশাপাশি কুলু, কিনানুনর এবং ছাম্বার সব বড় নদীর জল ছাপিয়ে জল ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলেছে। হিমাচলে বন্যায় আপাপত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করছে প্রশাসন। উদ্ধার কাজে NDRF-এর ৩৯টি দলকে নামানো হয়েছে।

এখনও পর্যন্ত উত্তর ভারতে প্রবল বৃষ্টির ফলে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেখুন ভাইরাল ভিডিয়ো

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মানুষকে সতর্ক করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। কোনও ধরনের অসুবিধার মুখে পড়লে, যাতে প্রত্যেকে হেল্পলাইন নম্বরে ফোন করেন, সে বিষয়েও জানান হিমাচলের মুখ্যমন্ত্রী।

এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভেঙে পড়ল সেতু। রবিবার থেকে হিমাচল প্রদেশে এক নাগাড়ে ভয়াবহ বৃষ্টি শুরু হয়। যার জেরে সোলানের বড্ডি নালাগড় এলাকার একটি সেতু ভেঙে পড়ে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায়। অত্যাধিক বৃষ্টির জেরে সাধারণ মানুষ আগামী ২৪ ঘণ্টা যাতে ঘরের ভিতর থাকেন, সেই পরামর্শ দেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুকু।