Petrol And Diesel Prices In India On September 13, 2021: পেট্রোল ডিজেল আকাশছোঁয়া, ৮ দিনেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
সোমবারেও দেশের মেট্রো শহরগুলির জ্বালানি তেলের দামের কোনও হেরফের (Fuel Prices Remain Unchanged) ঘটল না৷ এই নিয়ে আট দিন হল তেলের সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম (Petrol and Diesel Prices) একই তারে বেঁধে রাখল৷
নতুন দিল্লি, ১৩ সেপ্টেম্বর: সোমবারেও দেশের মেট্রো শহরগুলির জ্বালানি তেলের দামের কোনও হেরফের (Fuel Prices Remain Unchanged) ঘটল না৷ এই নিয়ে আট দিন হল তেলের সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম (Petrol and Diesel Prices) একই তারে বেঁধে রাখল৷ জ্বালানি তেলের আকাশছোঁয়া দোমা৷ দেশের মেট্রো শহগুলিতে লিটার প্রতি পেট্রোল ১০০ টাকা ছাড়িয়েছে৷ আজ সোমবার ১৩ তারিখের তথ্য অনুযায়ী, রাজধানীতে (Delhi, Mumbai) এক লিটার পেট্রোল বিকোচ্ছে ১০১ টাকা ১৯ পয়সায়৷ অন্যদিকে ডিজেলের মূল্য লিটার প্রতি ৮৮ টাকা ৬২ পয়সা৷ আজকের দিনে মুম্বইতে ১ লিটার পেট্রোল কিনতে গেলে দিতে হবে ১০৭ টাকা ২৬ পয়সা৷ আবার ১ লিটার ডিজেলের মূল্য ৯৬ টাকা ১৯ পয়সা৷ আরও পড়ুন-West Bengal Monsoon: নিম্নচাপের জোড়া ফলায় দিনভর ভিজবে রাজ্য
গত ২৯ মে মুম্বইতে পেট্রোল সেঞ্চুরি করেছিল৷ সাড়ে তিনমাস পরেও রান বাড়িয়ে প্যাভিলিয়নে ফেরার নাম নেই৷ সোমবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০১ টাকা ৬২ পয়সা৷ ডিজেল ৯১ টাকা ৭১ পয়সা লিটার৷ শেষ আটদিনে মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের মূল্য অপরিবর্তিত রয়েছে৷