Petrol-Diesel Price Hike: ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দামে ফের সেঞ্চুরি, নাজেহাল মধ্যবিত্ত
মাঝে একদিনের ব্যবধান। আজ আবার বাড়ল জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আবারও ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৯৩.৬৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৮৪.৬১ টাকা। ভোপালে সেঞ্চুরি করল পেট্রল। সবমিলিয়ে মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। একটি করোনা মহামারীতে জেরবার, তারপর লকডাউন। সব্জি ও অন্যান্য জিনিসের দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
নতুন দিল্লি, ২৭ মে: মাঝে একদিনের ব্যবধান। আজ আবার বাড়ল জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আবারও ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৯৩.৬৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৮৪.৬১ টাকা। ভোপালে সেঞ্চুরি করল পেট্রল। সবমিলিয়ে মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। একটি করোনা মহামারীতে জেরবার, তারপর লকডাউন। সব্জি ও অন্যান্য জিনিসের দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
এদিকে, মুম্বইতে ১০০ ছুঁইছুঁই পেট্রলের দাম। মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৯.৯৪ টাকা প্রতি লিটারে গিয়ে ঠেকেছে। ডিজেল লিটারে ৯৩.০৭ টাকা। চেন্নাই, কলকাতাতেও একই দৃশ্য। কলকাতায় (Kolkata) আজ পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৩.৭২ টাকা। ডিজেলের প্রতি লিটারে দাম ৮৭.৪৬ টাকা। অন্যদিকে, চেন্নাইতে পেট্রোলের দাম ৯৫.২৮ টাকা। ডিজেল ৮৯.৩৯ টাকা প্রতি লিটার। ভোপালে পেট্রলের দাম ১০১.৭৭ টাকা প্রতি লিটার, ডিজেল ৯৩.০৭ টাকা। আরও পড়ুন, গণধর্ষণের পর মহিলাকে নগ্ন অবস্থায় বিদ্যুতের খুঁটিতে ঝোলানো হল
প্রসঙ্গত, মে মাস জুড়ে এই নিয়ে মোট ১৪ বার বাড়ল জ্বালানি তেলের দাম। ২৫ মে শেষবার দাম বেড়েছিল। ফের আজ। এর মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে বেড়েছে পেট্রোপণ্যের দাম। তবে দামের ছ্যাঁকা মধ্যবিত্তের গায়েই এসে লাগে। এভাবে পেট্রল, ডিজেলের দাম সীমাহীনভাবে বাড়তে থাকলে মাথায় হাত পড়বে মানুষের।