International Women's Day 2021: আন্তর্জাতিক নারীদিবসে উপহার, ASI-র সৌধগুলিতে বিনামূল্যে ঢুকতে পারবেন মহিলারা
আগামীকাল আন্তর্জাতিক নারীদিবস (International Women's Day 2021)। আন্তর্জাতিক নারীদিবসে মহিলাদের বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারের। ৮ মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) তত্ত্বাবধানে থাকা সৌধগুলি (Monuments) দর্শনে গেলে কোনও প্রবেশমূল্য লাগবে না তাঁদের। বিদেশ থেকে আসা মহিলা পর্যটকরাও এই সুবিধা পাবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৩ হাজার ৬৯১টি সৌধ রয়েছে। মহিলারা আগামীকাল তাজমহল, লালকেল্লাস কুতুব মিনার, হুমায়ূনের সমাধি, কোনারকের সূর্য মন্দির, মল্লপুরম, অজন্তা-ইলোরা, খাজুরাহো সৌধ ইত্যাদি স্থানে বিনামূল্যে ঘুরে আসতে পারবেন।
নতুন দিল্লি, ৭ মার্চ: আগামীকাল আন্তর্জাতিক নারীদিবস (International Women's Day 2021)। আন্তর্জাতিক নারীদিবসে মহিলাদের বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারের। ৮ মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) তত্ত্বাবধানে থাকা সৌধগুলি (Monuments) দর্শনে গেলে কোনও প্রবেশমূল্য লাগবে না তাঁদের। বিদেশ থেকে আসা মহিলা পর্যটকরাও এই সুবিধা পাবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৩ হাজার ৬৯১টি সৌধ রয়েছে। মহিলারা আগামীকাল তাজমহল, লালকেল্লাস কুতুব মিনার, হুমায়ূনের সমাধি, কোনারকের সূর্য মন্দির, মল্লপুরম, অজন্তা-ইলোরা, খাজুরাহো সৌধ ইত্যাদি স্থানে বিনামূল্যে ঘুরে আসতে পারবেন।
সরকারি নির্দেশে বলা হয়েছে, "আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল নির্দেশ দিয়েছেন যে সমস্ত মহিলা দর্শনার্থীদের কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত সকল স্মৃতিস্তম্ভ / প্রত্নতাত্ত্বিক সাইটগুলিতে কোনও ফি নেওয়া হবে না।" আরও পড়ুন: International Women's Day 2021: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের দিতে পারেন এই অভিনব উপহার
গতবারও আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে মহিলাদের একই উপহার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে দেশজুড়ে চলবে উদযাপন। করোনাকালে নারীদিবস উদযাপনে একটু ঘাটতি দেখা দেবে এটা ঠিক। তবে ইচ্ছে থাকলেই উপায় হয়। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায়।