Fraud Over Online Delivery of Liquor: ঘরে বসে মদ কিনতে গিয়ে ৬০ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঘরে বসে মদ কিনতে গিয়ে ৬০ হাজার টাকা খোয়ালেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) গামদেবিতে (Gamdevi)। ওই মহিলা এক অপরিচিত ব্যক্তিতে নিজের ক্রেডিট কার্ডের ডিটেলস ও ওটিপি (OTP) দিয়েছিলেন। তারপরই তিনি বুঝতে পারেন ৬০ হাজার টাকা ক্রেডিট কার্ডে (credit card) চার্জ করা হয়েছে। গামদেবির বাসিন্দা ৩৩ বছরের ওই মহিলা ক্যানসারে ভুগছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, রাতে যাতে ভালো ঘুম হয় তার জন্য তিনি রোজই একটু করে মদ খান। লকডাউনের কারণে মদের দোকান বন্ধ রয়েছে। আর সেই কারণে তাঁর সমস্যা রয়েছে। এই বিষয়ে সাহায্য করার জন্য তিনি কয়েকজন বন্ধুকে বলেন। সেই বন্ধু এক ব্যক্তির ফোন নম্বর দেন।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

মুম্বই, ৯ এপ্রিল: ঘরে বসে মদ কিনতে গিয়ে ৬০ হাজার টাকা খোয়ালেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) গামদেবিতে (Gamdevi)। ওই মহিলা এক অপরিচিত ব্যক্তিতে নিজের ক্রেডিট কার্ডের ডিটেলস ও ওটিপি (OTP) দিয়েছিলেন। তারপরই তিনি বুঝতে পারেন ৬০ হাজার টাকা ক্রেডিট কার্ডে (credit card) চার্জ করা হয়েছে। গামদেবির বাসিন্দা ৩৩ বছরের ওই মহিলা ক্যানসারে ভুগছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, রাতে যাতে ভালো ঘুম হয় তার জন্য তিনি রোজই একটু করে মদ খান। লকডাউনের কারণে মদের দোকান বন্ধ রয়েছে। আর সেই কারণে তাঁর সমস্যা রয়েছে। এই বিষয়ে সাহায্য করার জন্য তিনি কয়েকজন বন্ধুকে বলেন। সেই বন্ধু এক ব্যক্তির ফোন নম্বর দেন।

৪ এপ্রিল ওই মহিলা মদ কেনার জন্য ওই ব্যক্তির নম্বর ফোন করে। নিজের পরিচয় না দিয়ে ব্যক্তি জানান, তিনি মদ বাড়িতে ডেলিভারি করে দেবেন, তবে আগে পেমেন্ট করতে হবে। এরপর ওই ব্যক্তি মহিলার থেকে ক্রেডিট কার্ডের ডিটেলস নেন, পরে নেন ওটিপি নম্বর। পুলিশ জানিয়েছে, ওই মহিলা ওটিপি দিতেই তাঁর কাছে মেসেজ আসে ১৯ হজার টাকার চার্জ হয়েছে। এরপর আবার কল করে মহিলাকে বলেন কোথাও ভুল হয়েছে, টাকা ফেরাতে আরও একবার ওটিপি শেয়ার করতে বলেন। এরপর মহিলাকে সেটাই বিশ্বাস করে ওটিপি দেন। এবার তিনি ৪১ হাজার টাকা কেটে নেওয়ার মেসেজ পান। এরপর আবারও মহিলাকে ফোন করে ভুল হওয়ার কথা বলেন ও টাকা ফেরাতে তৃতীয়বার ওটিপি শেয়ার করতে বলেন। আরও পড়ুন: Viral: গাছে ক্রুশবিদ্ধ যীশুর ছবি! লকডাউন ভেঙে দেখতে ছুটল সাধারণ মানুষ

যদিও এবার মহিলা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি পুরো ঘটনা স্বামীকে বলেন। এরপর ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। গামদেবি থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা সহ অন্য অভিযোগে মামলা রুজু করেছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই মহিলার বন্ধর সঙ্গে যোগাযোগ করেছে। কারণ তাঁর কাছ থেকেই মহিলা ওই ব্যক্তির ফোন নম্বর পান।