Four Year Old Girl Electrocuted: সুপার মার্কেটে ফ্রিজের হাতল স্পর্শ করতেই তড়িতাহত হয়ে মৃত্যু চার বছরের মেয়ের, দেখুন ভিডিয়ো

তেলাঙ্গানার নাজিমাবাদ জেলার এক সুপারমার্কেটে চাঞ্চল্যকর ঘটনা। ঋষিতা নামের চার বছরের এক ছোট্ট মেয়ে তার বাবা রাজশেখরের সঙ্গে নাজিমাবাদের সুপার মার্কেটে যায়।

Girl Dies While Trying To Open Refrigerator in Supermarket (Photo Credits: X/@TeluguScribe)

Four-Year-Old Girl Dies While Trying To Open Refrigerator: তেলাঙ্গানার নাজিমাবাদ জেলার এক সুপারমার্কেটে চাঞ্চল্যকর ঘটনা। ঋষিতা নামের চার বছরের এক ছোট্ট মেয়ে তার বাবা রাজশেখরের সঙ্গে নাজিমাবাদের সুপার মার্কেটে যায়। নানা জিনিস কেনার পর সেই সুপার মার্কেটের ফ্রিজ বা রেফ্রিজারেটরে রাখা আইসক্রিম দেখতে পেয়ে খুদে বালিকাটি। চকোলেট আইসক্রিম দেখতে পেয়ে চার বছরের মেয়েটি নিজেই ফ্রিজটি খুলতে যায়। কিন্তু সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ফ্রিজের হাতলে স্পর্শ করতেই মেয়েটি তড়িতাহত হয়ে মারা যায়।

মেয়েটির ঠিক পাশেই ফ্রিজ খুলে কিছু একটা কিনছিলেন তার বাবা। মেয়েকে দেখে তিনি কোলে তুলে ছুটে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনা সিসিটিভি-তে ধরা পড়ে। আরও পড়ুন-তল্লাশিতে গিয়ে পুলিশকে ব্যপক মারধর পাটনায়, অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের এফআইআর

দেখুন চাঞ্চল্যকর ভিডিয়ো

সুপার মার্কেটটির সামনে মেয়েটির দেহ নিয়ে প্রতিবাদ দেখান তার বাবা-মা, আত্মীয়রা। সুপার মার্কেটের ম্য়ানেজমেন্টের বিরুদ্ধে কর্তব্যে গাফলিতর অভিযোগে কেস দায়ের করা হয়েছে।

Girl Dies While Trying To Open Refrigerator in Supermarket